অমিত ভাটিয়া, মুম্বই: ছবিটি ঘিরে চর্চা ছিল বহু আগে থেকেই। আপাত চকোলেট হিরো লুকে বলিউডে শোরগোল ফেলে দেওয়া কার্তিক (Kartik Aaryan) এই ছবিতে সকলকে চমকে দিলেন অনন্য অভিনয়ে।


হাড়হিম করা থ্রিলার। শিড়দাঁড়া দিয়ে শীতল স্রোত বইয়ে দেওয়া এক চরিত্রে কার্তিক। ছবির নাম 'ফ্রেডি' (Freddy)। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ডিজনি প্লাস হটস্টার'-এ (Disney Plus Hotstar) মুক্তি পেল এই ছবি। ছবিতে তাঁর বিপরীতে আলায়া এফ (Alaya F)।


কার্তিক আরিয়ানকে রোমান্টিক হিরো হিসেবে দেখেছে দর্শক। কমেডিতেও মাত দিয়েছেন তিনি। ভুলভুলাইয়া টু-তে কার্তিকের অভিনেতা সত্ত্বা দর্শকদের মনে আশা জাগিয়েছিল। অনেকেই মনে করছিলেন, এবার নতুন কিছু করা উচিত কার্তিকের। করলেন এবং ছক্কাও হাঁকালেন।  এমন চরিত্রে  কার্তিককে আগে কখনও দেখা যায়নি। এটিকে এখন পর্যন্ত কার্তিকের সেরা পারফরম্যান্স বলা যেতে পারে।



ছবির গল্প :   এই ছবি বলছে, ফ্রেডি নামের একজন ডেন্টিস্টের গল্প, যাকে মেয়েরা এক্কেবারে পছন্দ করে না।  ডাক্তারবাবু মেয়েদের সঙ্গে কথা বলতেও ভয় পান। কিন্তু তারপর সে একটি মেয়েকে দেখে ও পছন্দ করতে শুরু করে। গল্পের স্রোতে গা ভাসিয়ে মেয়েটিও ডাক্তারবাবু কার্তিকের কাছে পৌঁছে যায়। তার দাঁতের চিকিৎসা করায়। তারপর গল্পটি এগিয়ে যায় কিছু অভাবনীয় ট্যুইস্টের মধ্যে দিয়ে। গল্পের ছত্রে ছত্রে এমন মোচড়, আপনাকে স্ক্রিন ছেড়ে উঠতে দেবে না।  একের পর এক  ট্যুইস্ট, তারপর এক হত্যাকাণ্ড !  তারপরে ঘটনা এমনদিকে গড়ায় , ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভয়ে ভয়ে ড. ফ্রেডি এমনটাও করতে পারেন ! ভাবতে পারবে না দর্শক।  প্রতি ট্যুইস্ট অ্যান্ড টার্নে ফ্রেডি দর্শককে মোহিত করে দেবে, শিহরন জাগাবে শরীরে। 


আরও পড়ুন: Raveena Tandon Birthday: কীভাবে প্রথম ছবির কাজ পান রবিনা?

অভিনয়: কার্তিক ছবিটিতে অভিনয়ে চমকে দেবেন। একটি ছেলে যে মেয়েদের সামনে তার নাম বলতে ভয় পায়, এমন একটি চরিত্র, আর কী ঘটাতে পারে, ভাবাবে দর্শককে।  কার্তিকের অভিনয় আপনাকে বিমুগ্ধ করবে।  এই ছবিটি দেখে আপনার মনে হবেই, কার্তিকের সামনে এখন অভিনয়ের বিরাট ময়দান। শুধু ব্যাট একের পর এক ইনিংস খেলার অপেক্ষা।  চকোলেট হিরোর পর, কমেডি চরিত্রেও নজর কেড়েছেন। এবার ফ্রেডি।  এই ছবিকে সামগ্রিক ভাবে বিনোদনের ধামাকাদার প্যাকেজ বলা যেতেই পারে। 


অভিনেত্রী আলায়া এফও এই ছবিতে ভাল কাজ করেছেন। তাঁর চরিত্রটি যেভাবে রঙ পরিবর্তন করবে, অবাক হয়ে যাবে দর্শক। এই ছবিটিকে আলায়ার সেরা চলচ্চিত্রও বলা যেতে পারে। বলা যেতে পারে কার্তিক এবং আলায়া দুজনেই এখনও পর্যন্ত তাদের সেরা কাজটা করেছে।


পরিচালনা- ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ । যিনি 'ভীরে দি ওয়েডিং'  ও 'খুবসুরতে'র মতো ছবি তৈরি করেছেন। নতুন আঙ্গিকের এই  ছবিতেও মুন্সিয়ানার ছাপ স্পষ্ট।  প্রতি মুহূর্তের গল্পের বদলে যাওয়া মোড় দর্শককে চুম্বক টানে ধরে রাখবে।  ছবিতে, কী আছে? প্রত্যাশিত কিছু ঘটেনি এবং এটাই এই ছবির বিশেষত্ব।



সামগ্রিকভাবে এটি একটি ভিন্ন ধরনের ফিল্ম যা আপনি অবশ্যই উপভোগ করবেন, এটুকু নিশ্চিত। ফিল্মটি ডিজনি প্লাস হটস্টারে এসেছে। যদি আপনি কার্তিকের ভক্ত হন, তবে আপনি মিস করবেন না। আর এই ছবি নতুন করে অনেক কার্তিক অনুরাগী তৈরি করবে , তা বলাই যায়।



রেটিং -  4/5 স্টার