LIC Endowment Plan: দেশের সবথেকে বড় বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এলআইসি তার বেশ কিছু জনপ্রিয় প্ল্যানে (LIC Policy) অনেক কিছু বদল এনেছে। এখন লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের নিউ এনডাওমেন্ট প্ল্যানের এন্ট্রি লেভেলের ক্ষেত্রে বয়সসীমা ৫৫ বছর থেকে কমিয়ে আনা হল ৫০ বছরে। বয়স্ক মানুষদের পক্ষে এই বদল খুবই সমস্যাজনক হতে চলেছে। প্ল্যানের বয়সসীমা কমানোর পাশাপাশি এর প্রিমিয়ামও (LIC Endowment Plan) বাড়ানো হয়েছে। ১ অক্টোবর ২০২৪ থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। বিশেষজ্ঞদের মতে ৫৫ বছর বয়সের পরে মানুষের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি থাকে বলেই সংস্থার ক্লেম ভারসাম্য বজায় রাখতে এই নিয়মে বদল আনা হয়েছে।


লাইফ কভারের সঙ্গে পাবেন ম্যাচিওরিটি বেনিফিটও


সংবাদসূত্রে জানা গিয়েছে, লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এখন থেকে সারেন্ডারের নিয়মে বদল এনেছে। এলআইসির নতুন এনডাওমেন্ট প্ল্যান ৯১৪ আপনাকে সুরক্ষা কভারেজ দেয় শুধু তাই নয়, এটি আবার এক ধরনের সেভিংস প্ল্যানও। এর মাধ্যমে ডেথ বেনিফিট ও ম্যাচিওরিটি বেনিফিট একত্রে পাওয়া যায়। এনডাওমেন্ট প্ল্যানের সঙ্গে যুক্ত বিমা পলিসিতে লাইফ কভারের সঙ্গে সঙ্গে ম্যাচিওরিটি বেনিফিট পাওয়া যায়। এই কারণে এই পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারকে এই টাকা দেওয়া হয়। তবে এই নিয়মে বদলের ব্যপারে এলআইসি এখনও কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি।


৬টি এনডাওমেন্ট প্ল্যান রয়েছে এলআইসির


লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের ওয়েবসাইট অনুসারে এলআইসির মোট ৬টি এনডাওমেন্ট প্ল্যান রয়েছে। এর মধ্যে রয়েছে এলআইসি সিঙ্গল প্রিমিয়াম এনডাওমেন্ট প্ল্যান, এলআইসি নিউ জীবন আনন্দ প্ল্যান, এলআইসি জীবনলক্ষ্য প্ল্যান, এলআইসি জীবনলাভ প্ল্যান, এলআইসি অমৃতবাল পলিসি। এই সমস্ত প্ল্যানেই এই নিয়ম বদল করা হয়েছে বিগত ১ অক্টোবর থেকে।


১০ শতাংশ হারে বেড়েছে প্রিমিয়ামও


লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন তার ৩২টি প্রোডাক্টে নতুন সারেন্ডার ভ্যালুর নিয়ম কার্যকর করেছে। সূত্র অনুসারে, এই সময় প্ল্যানেই প্রিমিয়ামের পরিমাণ ১০ শতাংশ হারে বাড়ানো হয়েছে। এছাড়াও নিউ জীবন আনন্দ এবং জীবন লক্ষ্য প্ল্যানের সাম অ্যাসিওরড ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে ২ লক্ষ টাকা। অন্যদিকে বেসরকারি সংস্থাগুলি তাদের এনডাওমেন্ট প্ল্যানে প্রিমিয়ামের মূল্য ৬-৭ শতাংশ বাড়িয়েছে।


আরও পড়ুন: Stock Market Closing: রিলায়েন্স, টাটা স্টিল, বাজাজ ফিন্যান্সে পতনের ফল, ফের নীচে সেনসেক্স-নিফটি, বুধে বাড়বে বাজার?