কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি । চিঠি লিখল দিল্লি এইমস রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। চিকিৎসক সংগঠনের তরফে রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এই পরিস্থিতিকে ভয়াবহ বলে দাবি করা হয়েছে।


 রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি


চিঠিতে বলা হয়েছে, ডাক্তাররা যাঁরা দেশের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড, তাঁরা বিপজ্জনক পরিস্থিতিতে প্রতিবাদ চালাচ্ছেন। 'ন্যায়বিচার, নিরাপত্তা এবং নিরাপদ কাজের পরিবেশ সুনিশ্চিত করতে তাঁরা জীবনের ঝুঁকি নিয়েছেন'। চিঠিতে অভিযোগ, প্রতিবাদ, অনশন সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। তাই এ নিয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল এইমসের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।


'আন্দোলনে কেন আপত্তি ?'


 এদিন দিলীপ ঘোষ বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিরকাল আন্দোলন করে এসেছেন। এখন অন্যরা তাঁর বিরুদ্ধে আন্দোলন করলে আপত্তি হচ্ছে কেন ? উনি আন্দোলন আটকানোর চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ আন্দোলনের সঙ্গে আছে।' মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন দিলীপ ঘোষ বলেন, '১৬৩ ধারা জারি করে আন্দোলন বন্ধ করা, তাঁদের পুলিশ দিয়ে আন্দোলন আটকানো, অনুমতি না দেওয়া,  এটা কি আন্তরিকতার লক্ষণ ? বাড়িতে চা খাওয়ালে আন্তরিক হওয়া যায় ? আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিরদিন হয় কেন্দ্রের বিরুদ্ধে নয় অন্যায়ের বিরুদ্ধে প্যারালাল আন্দোলন করেছেন। আজকে যদি সেটাই কেউ করে, সেই আন্দোলন আটকাচ্ছেন কেন উনি ? উনি কাজ কিছু করছেন না, আন্দোলনকে আটকানোর চেষ্টা করছেন। এটা কতদিন চলতে পারে ? সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে আছেন।' 


ফের আদালতে ধাক্কা রাজ্যের


আজ কলকাতায় জোড়া কার্নিভাল। লালবাজারে তরফে বিজ্ঞপ্তি দিতে জারি করা হয়েছিল ১৬৩ ধারা। দুর্গে পরিণত হয়েছিল রানি রাসমণি অ্যাভিনিউ। দ্রোহ কার্নিভালের পথ আটকে দাঁড়িয়েছিল পুলিশি ব্যারিকেড, ছিল সারি সারি বেসরকারি বাস। যদিও আদালতের নির্দেশের পরেই বদলাল ছবি।  রানি রাসমণি রোডে চিকিৎসকদের 'দ্রোহের' কার্নিভালে অনুমতি আদালতের। জয়েন্ট ফোরাম অফ ডক্টর্সকে অনুমতি বিচারপতি রবি কিষাণ কপূরের। দ্রোহের কার্নিভাল রুখতে ধর্মতলা সংলগ্ন এলাকায় গতকাল থেকে BNSS ১৬৩ ধারা লাগু, 'রাসমণি রোডের যে প্রান্ত রেড রোডের দিকে এসে মেশে সেদিকে গার্ড রেল দিয়ে আটকাতে পারবে পুলিশ'। 


আরও পড়ুন, টাকিতে বিসর্জনের দিন TMC বিধায়কের গাড়ি আটকে অশ্রাব্য গালি! ভিডিও ভাইরাল


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।