LIC Bhagya Lakshmi Yojana: বেসরকারি বিমা কোম্পানিরা থাকলেও এখনও দেশের কোটি কোটি মানুষের ভরসার জায়গা Life Insurance Corporation (LIC)। বহু বছর ধরে গ্রাহকদের স্বার্থে নিত্য নতুন পরিকল্পনা নিয়ে এসেছে সংস্থা। স্বল্প আয়ের গ্রাহকদের (Less Income People) জন্য LIC-তে রয়েছে বিশেষ প্রকল্প। এই প্রকল্পের নাম ভাগ্য লক্ষ্মী যোজনা (LIC Bhagya Lakshmi Yojana)।


ভাগ্য লক্ষ্মী যোজনা (Bhagya Lakshmi Yojana)হল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের একটি বিশেষ স্কিম। যা কম উপার্জনকারী ব্যক্তিদের জন্য খুবই সহায়ক একটি যোজনা। এই প্ল্যানে সীমিত সময়ের জন্য আপনাকে অর্থ দিতে হয়। অর্থাৎ স্বল্প সময়ের জন্য (LIC Premium) দিয়ে ভাল রিটার্ন পেতে পারেন পলিসি হোল্ডার।  


LIC Bhagya Lakshmi Yojana: পলিসি নিতে মেডিকেল টেস্ট 
LIC-এর ভাগ্য লক্ষ্মী প্ল্যান নেওয়ার জন্য একটি মেডিকেল পরীক্ষা করাতে হয়। (Medical Test is Compulsory)। এই বিমার আকর্ষণীয় বিষয় হল, আপনি প্রিমিয়ামের উপর ১১০ শতাংশ রিটার্ন পাবেন। পলিসির মেয়াদ পূরণ হলে এই সব টাকা পেয়ে যাবেন আপনি।


LIC Policy: বিমা পেতে বয়স কত  ভাগ্য লক্ষ্মী যোজনা নিতে আপনার বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে। বিমা নিতে পলিসি হোল্ডারের বয়সসীমা ৫৫ বছরের মধ্যে হতে হবে। 
আপনি এই বিমা প্ল্যানটি সর্বনিম্ন ৫ বছর ও সর্বোচ্চ ১৩ বছরের জন্য নিতে পারেন। এই পলিসি অনুযায়ী বিমাকারীকে প্রিমিয়াম জমার আরও ২ বছর বেশি কভার দেওয়া হয়। 


LIC Bhagya Lakshmi Yojana: মেয়াদ পূর্ণ হলে কত রিটার্ন ?


আপনি এই স্কিমে কমপক্ষে ২০,০০০ টাকা রিটার্ন পাবেন। পাশাপাশি এই পলিসিতে সর্বোচ্চ ৫০,০০০ টাকা রিটার্ন পাওয়া যায়। বিমাকারী এই পলিসিতে প্রায় ১১০ শতাংশ রিটার্ন পাবেন। যদি একজন পলিসি হোল্ডার ১ বছরের মধ্যে আত্মহত্যা করেন, তাহলে তিনি এই বিমার সুবিধা পাবেন না। কিন্তু যদি ১ বছর পরে এই ধরনের ঘটনা ঘটে তাহলে পলিসি হোল্ডারের নমিনি (LIC Policy Nominee) পুরো টাকা পাবেন। এই বিমাতে আপনি ঋণ নেওয়ার সুবিধা পাবেন না। তবে চাইলে আপনি পলিসি সারেন্ডার (Return of the Policy) করতে পারেন। যদি কোনও ব্যক্তি পলিসি সারেন্ডার করেন, তাহলে আপনি পলিসির ৩০ থেকে ৯০ শতাংশ রিটার্ন পাবেন। পলিসি যত বেশি দিনের হবে, তত বেশি রিটার্ন।