কলকাতা: একগুচ্ছ ফুলের তোড়ায় মোড়া শুভেচ্ছা। কিংবদন্তির হাতে তা তুলে দিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরনো দিনের সে হাসিমাখা ছবিতেই মনে করা প্রিয় 'সৌমিত্র জ্যেঠু'কে।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে দেখা গিয়েছে, একরাশ গোলাপ ফুল তিনি তুলে দিচ্ছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে। হাসিতে উপচে পড়ছেন অভিনেত্রী। সৌমিত্রের মুখেও আপ্লুত হাসি। ক্যাপশানে ঋতুপর্ণা লিখেছেন, 'শুভ জন্মদিন সৌমিত্র জ্যেঠু। তুমি সবসময় আমাদের মনে থাকবে।'
অন্যদিকে আজ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন বাংলার 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ঠিক দুটো বাক্য। তাতেই প্রিয় 'সৌমিত্র কাকু'-র সঙ্গে সারলেন ছোট্ট কথোপকথন। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুই বয়সের দুটি ছবি একসঙ্গে কোলাজ করে পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আবেগঘন ক্যাপশনে লিখলেন, 'ভালো আছো তো সৌমিত্র কাকু? আমি নিশ্চিত ওখানেও সবাইকে তোমার ফাইটিং স্পিরিট শিখিয়ে দিয়েছ। প্রণাম নিও।' (অপরিবর্তিত)। প্রসেনজিৎ ও সৌমিত্র চট্টোপাধ্যায় একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে মুক্তি পায় তাঁদের জনপ্রিয় 'প্রাক্তন' ছবিটি।
'বরুণবাবুর বন্ধু' (Borunbabur Bondhu) ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পুত্রবধূর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবির সেট থেকেই একটি ছবি ভাগ করে নেন অর্পিতা। লেখেন, 'কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে স্মরণ করছি। তাঁর সঙ্গে এক ছবিতে অভিনয় করে আর মানুষটিকে ব্যক্তিগতভাবে জানতে পেরে আমি সম্মানিত। ওনার মত কেউ নেই। আমাদের সবার ওনাকে খুব মনে পড়ে।' সেইসঙ্গে হ্যাশট্যাগে অর্পিতা জুড়ে দেন 'বরুণবাবুর বন্ধু' ছবিটির নাম। এই ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
আরও দেখুন: ব্যাট হাতে ভিকি কৌশল, শ্যুটিংয়ের ফাঁকে খোশ মেজাজে ক্যামেরাবন্দি