Adani Group Stocks: আদানি নিয়ে হিন্ডেনবার্গের নেতিবাচক রিপোর্টের পরও ইতিবাচক ভূমিকা নিল LIC। জানুয়ারিতে আদানি গোষ্ঠীর চার স্টকে অংশীদারিত্ব বাড়াল রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি। যা দেখে হতবাক হয়েছে খোদ LIC-র পলিসি হোল্ডাররা।


LIC-Adani Update: হিন্ডেনবার্গ রিপোর্টকে পাত্তা দিল না LIC 
২০২৩-এর ২৪ জানুয়ারি প্রকাশিত হয়েছিল হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট। যাতে আদানি গোষ্ঠীর বিষয়ে নেতিবাচক কথা বলেছিল এই শর্ট সেলিং সংস্থা। পরবর্তীকালে এই রিপোর্টের প্রভাবে তলানিতে চলে যায় আদানি গোষ্ঠীর অনেক শেয়ার। এই ঘটনার পরই সমালোচনার মুখে পড়ে LIC। বিরোধীরা বলতে থাকেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় আদানি গোষ্ঠীর স্টক থেকে বেরিয়ে আসেছে না এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। একধাপ এগিয়ে এবার দেশের বৃহত্তম সরকারি বিমা কোম্পানি আদানি এন্টারপ্রাইজ সহ চারটি কোম্পানিতে তার অংশীদারিত্ব বাড়িয়েছে।


আদানি এন্টারপ্রাইজের শেয়ার কিনেছে


জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে, এলআইসি আদানি এন্টারপ্রাইজের 3,57,500টি শেয়ার কিনেছে। এই ক্রয়ের মাধ্যমে, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের শেষে এলআইসির শেয়ার 4.23 শতাংশ থেকে 4.26 শতাংশে বেড়েছে৷ স্টক এক্সচেঞ্জের তথ্য থেকে এ তথ্য জানা গেছে।


২৪ জানুয়ারির আগে না পরে কিনেছে ?
জানুয়ারি থেকে এলআইসি আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাসেও অংশীদারিত্ব বাড়িয়েছে। এই সময়ের মধ্যে এলআইসি আদানি পোর্টস, অম্বুজা সিমেন্টে তার অংশীদারিত্ব কমিয়েছে। এলআইসির এসিসি সিমেন্টের শেয়ারহোল্ডিংয়ে কোনও পরিবর্তন হয়নি। তবে ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের আগে বা পরে এলআইসি আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে অংশীদারিত্ব কিনেছিল কিনা তা স্পষ্ট নয়।


এলআইসির বিনিয়োগ একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে


হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে এলআইসির বিনিয়োগ একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী দলের নেতারা LIC-এর বিরুদ্ধে বিমা নীতির বিনিয়োগকারীদের অর্থ নিয়ে খেলার অভিযোগ করেছিলেন। জানুয়ারি 2023-এ, এলআইসি একটি বিবৃতি জারি করে বলে, আদানি গ্রুপ কোম্পানিগুলির থেকে 30,127 কোটি টাকার শেয়ার কিনেছে, যা এলআইসির মোট AUM এর 1 শতাংশেরও কম।


মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কমেছে, খুচরো বিনিয়োগকারীরা বেড়েছে


মিউচুয়াল ফান্ডগুলি আদানি এন্টারপ্রাইজে তাদের এক্সপোজার অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে 1.19 শতাংশ থেকে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে 0.87 শতাংশে কমিয়েছে৷ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের সংখ্যা 31 থেকে 27-এ নেমে এসেছে৷ তবে, এই সময়ের মধ্যে 2 লাখ টাকার কম বিনিয়োগকারী খুচরা বিনিয়োগকারীদের সংখ্যা তিনগুণ বেড়েছে৷ আর এই সংখ্যা ৩ লাখ থেকে বেড়ে ৭ লাখ ২৯ হাজার হয়েছে। ডিসেম্বরের ত্রৈমাসিকে, খুচরা বিনিয়োগকারীদের কোম্পানিতে মোট শেয়ার ছিল 1.86 শতাংশ, যা বেড়ে 3.41 শতাংশ হয়েছে।


Adani Group: বিদেশি বিনিয়োগের নামে কোম্পানিতে ঢুকেছে পরিবারের টাকা! কী বলছে আদানি গ্রুপ ?