LIC Pension Scheme: প্রতিটি ব্যক্তির জীবনে সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কর্মজীবনে প্রবেশ করার সময় থেকেই অবসরের কথা মাথায় রেখে মানুষ টাকা জমাতে এবং বিনিয়োগ করতে শুরু করেন। এর মাধ্যমে অবসরের (Pension Scheme) পর আর্থিক চিন্তা দূর হয়ে যায় মানুষের। বেশিরভাগ মানুষেরই চাকরিতে পেনশনের সুবিধে নেই। এই অবস্থায় লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের (LIC Pension Scheme) পক্ষ থেকে এমন একটি স্কিম নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে অবসরের পর আপনি মাসে ১২ হাজার টাকা পর্যন্ত পেনশনের (LIC Scheme) সুবিধে পেতে পারেন। রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থার পক্ষ থেকেই এই পেনশন স্কিমের সুবিধে দেওয়া হচ্ছে। কীভাবে করতে হবে আবেদন ? কী কী সুবিধে পাবেন ? জেনে নিন বিস্তারিত।


এলআইসির সরল পেনশন স্কিম


এলআইসির এই সরল পেনশন স্কিমে আপনাকে একবারই মাত্র বিনিয়োগ করতে হবে। এরপরেই আপনি প্রতি মাসে ১২ হাজার টাকা করে পেনশন পেতে থাকবেন অবসরের পর থেকে। তবে যে সমস্ত ব্যক্তির বয়স ৪০ পেরিয়ে গিয়েছে কেবলমাত্র তারাই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ৪০ বছর থেকে ৮০ বছর বয়স পর্যন্ত এই ভারতীয় নাগরিকরা এই এলআইসি সরল পেনশন স্কিমে বিনিয়োগ করতে পারবেন।


এলআইসির এই নীতি অনুযায়ী এই পলিসিতে আপনাকে অ্যানুইটি কিনতে হবে। এর মধ্যে এক চতুর্থাংশের জন্য কমপক্ষে ৩ হাজার টাকা, ৬ মাসের জন্য ৬ হাজার টাকা এবং সারা বছরের জন্য ১২ হাজার টাকার অ্যানুইটি কিনতে হবে। আর যদি আপনার মাসিক পেনশনের দরকার পড়ে তাহলে আপনাকে ১ হাজার টাকার অ্যানুইটি কিনতে হবে। আর যদি আপনি বার্ষিক পেনশন চান তাহলে আপনাকে ১২ হাজার টাকার অ্যানুইটি কিনতে হবে।


কীভাবে মিলবে ১২ হাজার টাকার পেনশন


এলআইসির এই পলিসিতে আপনাকে মাত্র একবারই প্রিমিয়াম দিতে হবে। এর জন্য কোনো সীমা নির্ধারণ করা হয়নি। আপনি যতখুশি প্রিমিয়াম দিতে পারবেন। সেই অঙ্ক অনুযায়ী আপনার পেনশন নির্ধারিত হবে। এতে কমপক্ষে আপনাকে বার্ষিক ১২ হাজার টাকার অ্যানুইটি কিনতে হবে। আপনি যদি এই পলিসিতে ৩০ লক্ষ টাকা একবারে বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে আপনি ১২,৩৮৮ টাকা করে পেনশন পেতে থাকবেন আপনার ৮০ বছর বয়স পর্যন্ত।


এলআইসির এই পলিসি নিতে গেলে আপনাকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in –এ যেতে হবে। এই নীতির অধীনে আপনি পরবর্তীকালে ঋণও নিতে পারবেন।


আরও পড়ুন: Aadhaar Update: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ বাড়ল, আর কতদিন পাবেন পরিষেবা ?