Tech Layoffs: কাজের প্রতি নিষ্ঠাও বাঁচাতে পারল না তাঁর চাকরি। এবার ট্যুইটারে চাকরি (Twitter Layoffs) গেল ইথার ক্রফোর্ডের (Esther Crawford)। কোম্পানি কেনার পর ট্যুইটার ব্লু (Twitter Blue)-এর দায়িত্ব দেওয়া হয়েছিল। সবথেকে বড় বিষয়, ইথারকে খোদ এই পদে বসিয়েছিলেন এলন মাস্ক (Elon Musk)। 


Esther Crawford Layoff: ভাইরাল হয়ে যায় এই ছবি
 ট্যুইটার কেনার পরেই কোম্পানিতে বড়সড় পরিবর্তন করেন মাস্ক। নতুন করে ট্যুইটার ব্লু পরিষেবা শুরু করা হয়। যেখানে ট্যুইটারে কর্মরত কার্যনির্বাহীদের একটি নতুন সার্কেল তৈরি করেন তিনি। কর্মীদের এই নতুন বৃত্তে ছিলেন ইথার ক্রফোর্ড। পরে যাকে ট্যুইটার ব্লু (Twitter Blue)-এর প্রধান করেন মাস্ক।


কিছুদিনের মধ্যেই সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন ক্রফোর্ড। ট্যুইটারে তাঁর একটি ছবি খুবই ভাইরাল হয়। ওই ছবিতে ক্রফোর্ডকে অফিসে স্লিপিং ব্যাগে ঘুমোতে দেখা যায়। বলা হয়, অত্যধিক কাজের চাপের জন্যই অফিসে থেকে যান ক্রফোর্ড। পরবর্তীকালে সেই ছবি ভাইরাল হয়ে যায় প্রযুক্তি বিশ্বে। 


Twitter Layoffs: কেন হঠাৎ চাকরি গেল ক্রফোর্ডের
সম্প্রতি ৫০ জন কর্মী ছাঁটাই করেছে ট্যুইটার। যার মধ্যে নাম রয়েছে ক্রফোর্ডের। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ক্রফোর্ড টুইটার ব্লু ও ট্যুইটার পেমেন্টের দায়িত্বে ছিলেন। যা কোম্পানির আয়ের একটি নতুন উত্স হিসাবে কাজ করছিল। কিন্তু ছাঁটাই অভিযানে নেমে এবার ক্রফোর্ডের চাকরি গেছে মাস্কের নির্দেশে।


Tech Layoffs: পুরো প্রোডাক্ট টিমের চাকরি গেছে 
গত শনিবারই এলন মাস্ক পুরো প্রোডাক্ট টিম ছেঁটে ফেলেছেন। এ ছাড়া আরও অনেককে কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে। শোনা যাচ্ছে, কর্মীদের অনেকেই  যোগাযোগ ইন্টারনাল কমিউনিকেশন প্লাটফর্ম স্ল্যাকে-ঢুকতে পারছে না। তাই কর্মীদের মধ্য়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, আরও অনেকের চাকরি  যাবে ট্যুইটারে। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই আটবার ছাঁটাই অভিযান চলেছে এই মাইক্রো ব্লগিং প্লাটফর্মে। 


Twitter Layoffs: মাত্র এই সংখ্যক কর্মী রয়েছে ট্যুইটারে 
ট্যুইটারে সাম্প্রতিক ছাঁটাইয়ের সংখ্যা দেখলে বোঝা যাবে,  ইতিমধ্যেই প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছে কোম্পানি।  এখন কেবল ২০০০ কর্মী ট্যুইটারে অবশিষ্ট রয়েছে। এলন মাস্ক যখন ট্যুইটার কিনেছিলেন, তখন কোম্পানিতে প্রায় ৭০০০ কর্মী কাজ করছিলেন।


আরও পড়ুন: Fraud Customer Care: গুগল সার্চে কাস্টমার কেয়ার নম্বর নিচ্ছেন ? আপনিও হতে পারেন প্রতারণার শিকার