Life Insurance: ভারতে বিমা সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। যদি দেশে এই বিমা সংশোধনী বিল অনুমোদন পায়, তাহলে বিমা খাতে এফডিআইয়ের ১০০ শতাংশ পথ খুলে যাবে। অর্থাৎ এই বিল দেশে চালু হলে বিদেশি বিনিয়োগকারীরা কোনো ভারতীয় বিমা সংস্থাকে সম্পূর্ণরূপে কিনতে পারে এবং কোনও বিদেশি বিমা সংস্থা কোনো ভারতীয় বিমা কোম্পানির (Life Insurance) শেয়ারহোল্ডার না হয়েও পৃথক ও স্বয়ংসম্পূর্ণভাবে ব্যবসা করতে পারে। যে সমস্ত বিমা সংস্থা এখনও স্টক মার্কেটে তালিকাভুক্ত হয়নি, সেগুলির ব্যাপক (Insurance Amendment Bill) উপকার হবে এই বিলের মাধ্যমে।
কম্পোজিট বিমা লাইসেন্স পাওয়া সম্ভব হবে
বিমা সংশোধনী বিল কার্যকর হলে কম্পোজিট বিমা লাইসেন্স পাওয়া শুরু হবে। এতে সমস্ত বিমা সংস্থা লাভবান হবে। জীবনবিমা সংস্থাগুলি অনায়াসে এই নয়া আইনের মাধ্যমে স্বাস্থ্যবিমার ব্যবসাতেও প্রবেশ করতে পারবে। আবার এর উল্টোটাও ঘটতে পারে।
বিমা সংস্থাগুলির সঙ্গে অন্য সংস্থার সংযোগে বাধা থাকবে না
বিমা সংশোধনী বিলটি দেশে চালু হলে নন ইনসিওরেন্স (Insurance Amendment Bill) সংস্থাগুলির সঙ্গে ইনসিওরেন্স সংস্থাগুলির সংযোগে কোনো বাধা থাকবে না। সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাবে। সবথেকে বেশি লাভবান হবে ম্যাক্স ফিনান্সিয়াল সংস্থা। এই সংস্থার অধীনে ইনসিওরেন্স সংস্থা ও নন ইনসিওরেন্স সংস্থা উভয়ই সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যেমন নিয়ম রয়েছে যে সংযোগের ক্ষেত্রে কোনো ইনসিওরেন্স সংস্থা, অপর একটি ইনসিওরেন্স সংস্থার সঙ্গেই সংযুক্ত হতে পারে।
বর্তমানে বিমা এজেন্টরা শুধুমাত্র একটি জীবনবিমা এবং একটি সাধারণ ও স্বাস্থ্যবিমা সংস্থার সঙ্গে চুক্তি করতে পারে। আগামী দিনে এই বিমা সংশোধনী বিল আইনে পরিণত হলে এই সীমা বা বাধা দূর হয়ে যাবে। এলআইসি এবং এসবিআই লাইফের মত অন্যান্য সংস্থাগুলির জন্য বড় নেতিবাচক প্রভাব বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে। তবে বেসরকারি বিমা সংস্থাগুলির জন্য এটি ভাল দিক হয়ে উঠবে। বর্তমানে এজেন্টরা শুধুমাত্র একটি লাইফ, একটি জেনারেল এবং একটি স্বাস্থ্যবিমা সংস্থার সঙ্গেই চুক্তিবদ্ধ হতে পারে। এই নিয়ম বদলে যেতে পারে এবং আগামী দিনে বিমা সংস্থাগুলির বিনিয়োগ বিধিতে বড় বদল আসতে পারে।