Cyber Fraud: পুরনো পদ্ধতিতে কাজ হচ্ছে না। এবার লোক ঠকানোর নতুন রাস্তা বের করেছে প্রতারকরা। ইউটিউবে ভিডিও লাইক করার নামে চলছে প্রতারণা। টাকা দেওয়ার নাম করে পাতা হচ্ছে ফাঁদ। একবার পা দিলেই হারাবেন টাকা।  


YouTube Fraud: কীভাবে ফাঁদ পাতছে প্রতারকরা ?
আপনি কি সম্প্রতি কোনও হোয়াটসঅ্যাপ টেক্সট বা এসএমএস বার্তায় YouTube ভিডিও লাইক করে অর্থ উপার্জনের প্রস্তাব পেয়েছেন ? এই ধরনের ফাঁদ সাড়া দিলে বড় ধরনের বিপত্তির মুখে পড়বেন আপনি। ইতিমধ্য়েই এরকম কয়েকটি মামলা পুলিশের কাছে এসেছে। যেখানে প্রতারকরা অর্থের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহারকারীদের লাখ লাখ টাকা প্রতারণা করেছে। 


Cyber Fraud: কীভাবে ব্যবহারকারীদের ফেলে স্ক্যামাররা ?
সাইবার অপরাধীরা এখন এই প্রতারণাচক্র চালাতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে ব্যবহার করছে।  এই ধরনের প্রতারণার ক্ষেত্রে ব্যবহারকারীদের প্রথমে  একটি টেক্সট মেসেজ দিচ্ছে।  অজানা নম্বর থেকে পাঠানো হচ্ছে এই মেসেজ। YouTube-এ কিছু ভিডিও লাইক করতে বলে প্রতি 'লাইক' পিছু ৫০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছ স্ক্যামাররা।


YouTube Fraud: একটি ভিডিও লাইক করলে কত টাকা ?
এই ভিডিওগুলি সাধারণত বিশ্বব্যাপী ব্র্যান্ড যেমন Gucci, Chanel-এর মতো কোম্পানিগুলির বাণিজ্যিক বিজ্ঞাপন। ব্যবহারকারীদের সেই ভিডিওগুলি পছন্দ করতে ও হোয়াটসঅ্যাপে একই স্ক্রিনশট শেয়ার করতে বলা হচ্ছে। পরে ব্যবহারকারীরা একবার স্ক্রিনশট শেয়ার করলে, তাদের প্রতিশ্রুতি মতো  টাকা দিচ্ছে প্রতারকরা। সেই ক্ষেত্রে আপনি একটি ভিডিও 'লাইক' করলে ৫০ টাকা ও তিনটি ভিডিও 'লাইক' করলে ১৫০ টাকা পাবেন।


সর্বভারতীয় এক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্য়েই নয়ডায় ৪২ বছরের এক মহিলা এই প্রতারণাচক্রের শিকার হয়েছেন। বেশি রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে প্রতারকরা তার ১৩ লাখ টাকা লুঠ করেছে।  পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে  প্রথমবারের পেমেন্টের পর স্ক্যামারা আর কোনও পেমেন্ট করেনি। উল্টে টাকা হাতিয়ে নিয়েছে।


Cyber Fraud: সম্প্রতি এমনই একটি মেসেজ পায় ABP-র কর্মী
এবিপি-তে এই ধরনের বার্তা পাওয়ার পরই প্রতারণার মূলে যাওয়ার চেষ্টা করি আমরা। যাতে ধরা পড়ে এই বিষয়গুলি। 


১ প্রথমে দেখা যায় আমাদের এক কর্মীকে '+7' কোড থেকে বার্তা পাঠিয়েছে প্রতারকরা। আসলে এটি রাশিয়ার কলিং কোড।


২ ABP-এর অন্য একজন ব্যক্তি পেয়েছেন '+1' কোড থেকে বার্তা। টেলিফোন ডিরেক্টরি বলছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কলিং কোড।


৩ পাঠকদের এটিও লক্ষ্য করা উচিত, এই দুই ক্ষেত্রেই প্রতারকরা এক ব্যাক্য় দিয়েই শুরু করেছে। যেখানে বলা হয়েছে, ''Can I have a minute of your time?"  তাই, যদি আপনি বিদেশি কোড সহ অজানা নম্বর থেকে এই ধরনের টেক্সট পান, তাহলে অবিলম্বে নম্বরটি ব্লক করুন। যদি সম্ভব হয়, আপনার স্থানীয় পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগ করুন ও মামলা দায়ের করুন।


YouTube Fraud: কীভাবে চলছে প্রতারণা ?
ব্যবহারকারীরা পছন্দ করা ইউটিউব ভিডিওর স্ক্রিনশট শেয়ার করার পরে, তাদের টেলিগ্রাম ডাউনলোড করতে এবং তাদের টাকা পাওয়ার জন্য একজন রিসেপশনিস্টের সঙ্গে কথা বলতে বলা হয়। এরপরই শুরু হয় আসল খেলা।  


কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। যাতে আগে থেকেই বেশ কয়েকজন সদস্য থাকেন।  এখানে রিসেপশনিস্টই ইউটিউব ইউজারদের  ভিডিও লাইক করে বেশি টাকা পাওয়া লোভ দেখান। তবে এর সঙ্গে থাকে কিছু অবশ্য় কর্তব্য। যেখানে বেশি টাকা পেতে আগে ইউজারদের নির্দিষ্ট অর্থ জমা দিতে বলা হয়। 


YouTube Fraud: ফাঁদে পা দিলেই লক্ষ লক্ষ টাকা ক্ষতি ? 
একবার ব্যবহারকারীরা দাবি করা অর্থ প্রতারকদের দিয়ে দিলে তা আটকে দেয় তারা। বেশি টাকা তো দূর, হকের টাকা চাওয়া হলেও শুরু হয় ছলচাতুরি। প্রতারকরা সাফ জানিয়ে দেয়, ভুল ভিডিও লাইক করেছেন ইউজার। যার ফল ভুগতে হচ্ছে কোম্পানিকে। এমনকী এই কারণে তাদের অনেক টাকা লোকসান হয়েছে। এর জরিমানা বাবদ আটকে রাখা হচ্ছে টাকা। এরপর এরকম নানা অছিলায় ইউটিউব ইউজারের থেকে টাকা চাইতে থাকে প্রতারকরা। যদিও টাকা ফেরত দেওয়ার বিষয়ে কোনও কথা বলে না তারা। যার ফল ভুগতে হয় ইউজারদের।   


আরও পড়ুন : AI Fraud: সাইবার অপরাধীরা পেতেছে এই নতুন ফাঁদ, ৮৩ শতাংশ ভারতীয় পড়েছে এদের কবলে