LPG Cylinder Price Cut: এবার ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১৯৮ টাকা কমানো হয়েছে। শুক্রবার, ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এই নতুন রেট। কলকাতায় এলপিজির দাম কলকাতায় ১৮২, মুম্বইতে ১৯০.৫০, চেন্নাইতে ১৮৭ টাকা কমানো হয়েছে। তবে, ১৪.২-কেজি ঘরোয়া রান্নার সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।
LPG Cylinder Price Cut: দু'বার বেড়েছে ঘরোয়া এলপিজি গ্যাসের দাম
গত মাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। এর আগে, ১ জুন থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৩৫ টাকা কমানো হয়েছিল। মে মাসে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের গ্রাহকরা দুবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৭ মে প্রথমবার ঘরোয়া সিলিন্ডারের দাম প্রতি লিটারে ৫০ টাকা বাড়ানো হয়েছিল। পরে ১৯ মে দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম ফের বেড়েছিল।
গত মাসে দিল্লিতে একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১০০৩ টাকায় বাড়ানো হয়েছিল। যা এক মাসে টানা দ্বিতীয়বার বৃদ্ধি ছিল। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান হারের জেরে তেল কোম্পানিগুলি এই দাম বাড়াতে বাধ্য হচ্ছিল। গত মাসে, রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫৩.৫০ টাকা বেড়েছে। দেশের বেশিরভাগ শহরে ১০০০ টাকার ওপরে পৌঁছেছে গ্যাসের দাম।
LPG Gas Connection: কত টাকা বাড়ছে কানেকশন বাবদ ?
রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তার মধ্যেই এবার আপনার উদ্বেগ বাড়াবে এই বিষয়। নতুন এলপিজি কানেকশন নিতে লাগবে আরও টাকা। এবার থেকে ঘরের জন্য ১৪.২ কেজির সিলিন্ডার সংযোগের জন্য সিকিউরিটি অ্যামাউন্ট বাবদ ৭৫০টকা জমা দিতে হবে গ্যাস কোম্পানিগুলির কাছে। এখানেই শেষ নয়, কেজির সিলিন্ডারের ক্ষেত্রে আরও ৩৫০ টাকা দিতে হবে নতুন গ্রাহকদের। সঙ্গে বেড়েছে গ্যাসের রেগুলেটারের দাম। এবার থেকে নতুন গ্যাস রেগুলেটর কিনতে গ্রাহককে ১০০ টাকা বেশি দিতে হবে।