West Bengal CHA Jobs: রাজ্যের এই জেলায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট Community Health Assistant (CHA) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। নিচে জেনে নিন বিস্তারিত।


Jobs In West Bengal: কোথায়, কত পদে নিয়োগ ?
ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম বর্ধমানে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব মিলিয়ে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ১২২ জনকে নিয়োগ করা হবে।  এই নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল আর্বান হেলথ মিশনের (NUHM)আওতায় হবে। 


COMMUNITY HEALTH OFFICERS (CHO)


No. of Vacancies: 122 Nos.


West Bengal CHA Jobs: শিক্ষাগত যোগ্যতা
এই ক্ষেত্রে আবেদনকারীকে ANM কোর্স বা GNM কোর্স পাশ করতে হবে। সঙ্গে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড হতে হবে চাকরিপ্রার্থীকে। আবেদনকারীকে বাংলা ভাষায় দক্ষ ও পশ্চিম বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।


West Bengal CHA Jobs: বয়স সীমা 
এই পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর রাখা হয়েছে।


Jobs In West Bengal : কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম বর্ধমানের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন - https://www.wbhealth.gov.in  


West Bengal CHA Jobs: অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পর সিস্টেমে রেজিস্ট্রেশন নম্বর-সহ স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। প্রার্থীদের অবশ্যই এটির প্রিন্ট আউট শংসাপত্রের কপি-সহ পাঠাতে হবে। যেমন যোগ্যতা শংসাপত্র/মার্কশিট, বয়সের প্রমাণ, বর্ণের শংসাপত্র, প্রযোজ্য হলে অভিজ্ঞতার শংসাপত্র নিচের দেওয়া ঠিকানায় ১৯.০৭.২০২২ এর আগে পৌঁছে দিতে হবে।


Jobs In West Bengal: অনলাইন আবেদনের প্রিন্ট-আউট পাঠানোর ঠিকানা
CMOH & Member Secretary, Office of the CMOH, Kalyanpur Satellite Township, Asansol Paschim Bardhaman, Pin-713305 খামের উপরে লেখা থাকতে হবে — APPLICATION FOR THE POST OF CHA-U


West Bengal CHA Jobs: গুরুত্বপূর্ণ তারিখগুলি


অনলাইন আবেদনের শুরুর তারিখ: ২৪.০৬.২০২২
অনলাইন আবেদনের শেষ তারিখ: ১১.০৭.২০২২ 


সিস্টেম জেনারেটেড প্রিন্ট-আউট প্রাপ্তির শেষ তারিখ: ১৯.০৭.২০২২


Official website of West Bengal State Health & Family Welfare Samiti — https://www.wbhealth.gov.in 


আরও পড়ুন : West Bengal Health Jobs: রাজ্যে ১৬৫টি পদে ওয়ার্ডেন নিয়োগ, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI