Price Hike:বছরের শুরুতেই পকেটে পড়বে টান, আরও দাম বাড়ল রান্নার গ্যাসের। তেল বিপণন কোম্পানিগুলি জানিয়েছে, আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে। তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও বৃদ্ধি হয়নি।


LPG Price Hike: রেস্তরাঁর খাবার আরও দামি
এবার থেকে নতুন বছরে হোটেল, রেস্তরাঁয় খাবারের দাম আরও বাড়তে চলেছে। তেল বিপণন কোম্পানিগুলি জানিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছে। তবে আগের দামেই ঘরোয়া গ্যাসের সিলিন্ডার পাবেন ক্রেতারা। তাই ঘরের হেঁশেলে সেরকম প্রভাব পড়বে না।


Gas Cylinder Price: দেশের চার মহানগরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
দিল্লি - ১৭৬৮ টাকা / সিলিন্ডার


মুম্বাই - ১৭২১ টাকা/ সিলিন্ডার


কলকাতা - ১৮৭০ টাকা/ সিলিন্ডার


চেন্নাই - ১৯১৭ টাকা/ সিলিন্ডার


LPG Price Hike: দেশের চার মহানগরে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম
দিল্লি - ১০৫৩ টাকা
মুম্বাই - ১০৫২.৫ টাকা


কলকাতা - ১০৭৯ টাকা


চেন্নাই - ১০৬৮.৫ টাকা


ওএমসিগুলি গতবার ৬ জুলাই ২০২২ সালে শেষবার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছিল৷ সব মিলিয়ে চারবারে সিলিন্ডারের দাম ১৫৩.৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল৷ ওএমসিগুলি প্রথমে মার্চে ৫০ টাকা বাড়ায় ঘরোয়া সিলিন্ডারের দাম। পরে আবার মে মাসে ৫০ টাকা ও ৩.৫০ টাকা বাড়ানো হয় দাম। শেষ গত বছরের জুলাইয়ে ডমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়।


১ জানুয়ারি থেকে দেশে বদলে যাচ্ছে আর্থিক নিয়মগুলি। ব্যাঙ্ক ও ক্রেডিট কার্ড সম্পর্কিত কিছু নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে বছরের শুরুতেই। পাশাপাশি NPS ডিপোজিট, বিমার জন্য বাধ্যতামূলক KYC নথি ও ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্টের মতো অনেক নিয়মে পরিবর্তন হতে চলেছে। তাদের সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে।  


১ জানুয়ারি থেকে স্বল্প সঞ্চয়ে সুদ বাড়ছে
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-তে ১ জানুয়ারি থেকে ৭ শতাংশ সুদের হার দেবে সরকার, যা বর্তমানে ৬.৮ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। একইভাবে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে ৭.৭ শতাংশের পরিবর্তে ৮ শতাংশ সুদ দেবে কেন্দ্রীয় সরকার। ১ থেকে ৫ বছর মেয়াদি পোস্ট অফিসের মেয়াদি আমানত প্রকল্পের সুদের হার ১.১ শতাংশ পর্যন্ত সুদের হার বৃদ্ধি পাবে। মাসিক আয় স্কিমেও ৬.৭ শতাংশ থেকে ৭.১ শতাংশ সুদ দেওয়া হবে৷ তবে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও পিপিফ-এ আগের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।


ব্যাঙ্ক লকারের নতুন নিয়ম
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নতুন লকারের নিয়ম ১ জানুয়ারি,২০২৩ থেকে কার্যকর হবে। এই নিয়ম কার্যকর হওয়ার পর ব্যাঙ্কগুলি লকার নিয়ে গ্রাহকদের সঙ্গে যা ইচ্ছে মতো নিয়ম আরোপ করতে পারবে না। সেই ক্ষেত্রে লকারে রাখা মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হলে তার দায়ভার এখন ব্যাঙ্ককেই নিতে হবে। এছাড়াও, লকারের বিষয়ে গ্রাহকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তি করতে হবে। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্ককে এসএমএস ও অন্যান্য মাধ্যমে লকারের নিয়মে পরিবর্তন সম্পর্কে জানাতে হবে।


আরও পড়ুন : Financial Rule Change: ১ জানুয়ারি থেকে বদলাচ্ছে এই নিয়মগুলি, কী প্রভাব পড়বে আপনার ওপর ?