নয়াদিল্লি: মঙ্গলবার মুম্বইয়ের একটি আদালত (Mumbai Court) বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) মা সুনন্দা শেট্টির (Sunanda Shetty) বিরুদ্ধে ২১ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে একটি মামলায় জামিনযোগ্য পরোয়ানা (bailable warrant) জারি হয়েছে। খবর পিটিআই সূত্রে। মামলা দায়ের করেন একজন ব্যবসায়ী। নাম পারহাদ আমরা (Parhad Amra)। তিনি অভিযোগ করেছেন যে সুরেন্দ্র শেট্টি অর্থাৎ শিল্পার বাবা তাঁর কাছ থেকে ২০১৫ সালে টাকা ধার নিয়েছিলেন এবং তা ২০১৭ সালের জানুয়ারির মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু তা এখনও পরিশোধ করা হয়নি।
এই সপ্তাহের শুরুতে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরআর খান মামলার সঙ্গে জড়িত থাকার জন্য শিল্পা শেট্টি, তাঁর মা সুনন্দা এবং বোন শমিতার নামে সমন জারি করেছিলেন। দায়রা আদালতে সমন চ্যালেঞ্জ করে পরিবার।
সোমবার, দায়রা আদালতের বিচারক এ জেড খান, শিল্পা ও শমিতার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের আদেশ স্থগিত করেন, কিন্তু তাঁদের মাকে কোনও স্বস্তি দেননি। পিটিআই এমনটাই জানিয়েছে।
আদালত এদিন বলে, 'প্রয়াত সুরেন্দ্র শেট্টি (শিল্পার বাবা) এবং সুনন্দাকে তাঁর (ব্যবসায়ী) ফার্মের অংশীদার বলে মনে হয়েছিল। তিন্তু তাঁদের মেয়েরাও অংশীদার ছিল কি না এবং ঋণ নেওয়ার সঙ্গে তাঁদের কোনও যোগ আছে কিনা সেই সম্পর্কে কোনও নথি প্রদর্শন করা হয়নি'।
আরও পড়ুন: Ayushmann-Tahira Update: ২১তম 'ডেটিং অ্যানিভার্সারি', সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট আয়ুষ্মান-তাহিরার
মঙ্গলবার, সুনন্দা শেট্টি আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন এবং ম্যাজিস্ট্রেট তাঁকে উপস্থিতি থেকে অব্যাহতি দিতে অস্বীকার করেন। আদালত তখন সুনন্দা শেট্টির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করে, বলছেন অভিযোগকারী পারহাদ আমরার প্রতিনিধিত্বকারী ওয়াই অ্যান্ড এ লিগ্যালের অ্যাডভোকেট জেইন শ্রফ।
ওই ব্যবসায়ী অভিযোগ করেছেন যে সুরেন্দ্র শেট্টির ২০১৭ সালের জানুয়ারিতে সুদ সহ অর্থ ফেরত দেওয়ার কথা ছিল। অভিযোগকারীর দাবি শিল্পা, শমিতা এবং সুনন্দা ২০১৫ সালে তাঁদের বাবার ধার করা টাকা শোধ করতে ব্যর্থ হন। শিল্পার বাবা বার্ষিক ১৮ শতাংশ সুদে ঋণ নিয়েছিলেন, দাবি ওই ব্যবসায়ীর।
ব্যবসায়ী আরও অভিযোগ করেছেন যে শিল্পা, শমিতা এবং তাঁদের মা শুধু ঋণ শোধ করতেই অস্বীকার করেননি, বরং এই সবের দায়ও অস্বীকার করেছেন।