Investment Plan: ৩১ মার্চ এখন অতীত। আজ ১ এপ্রিল থেকেই শুরু হয়ে গেল নতুন আর্থিক বছর ২০২৩-২৪। আজ থেকেই মহিলা সম্মান সঞ্চয়ে বিনিয়োগ করতে পারবেন মহিলারা।


Mahila Samman Savings: কী বলেছিলেন অর্থমন্ত্রী ? 
১ ফেব্রুয়ারি, ২০২৩-এ বাজেট পেশ করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের জন্য একটি বিশেষ আমানত প্রকল্প ঘোষণা করেছিলেন। এখন থেকে মহিলারা এর সুবিধা নিতে পারবেন৷ মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পের বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ মন্ত্রক।


Investment Plan: কত শতাংশ সুদ পাবেন মহিলারা ? 
অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি বলছে, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে মহিলারা কেবল দু-বছরের আমানতের উপর 7.5 শতাংশ সুদ পাবেন। কেবল মহিলারাই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা অভিভাবকরা নাবালিকা মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে 31 মার্চ, 2025 পর্যন্ত কোনও মহিলা বা নাবালিকা মেয়ের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন।


Mahila Samman Savings: ন্যূনতম কত টাকা বিনিয়োগ ? 
বিজ্ঞপ্তি বলছে, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমের অ্যাকাউন্টে সর্বনিম্ন 1,000 টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা জমা করা যেতে পারে। এছাড়াও, এই স্কিমে অ্যাকাউন্ট ধারককে সিঙ্গল অ্যাকাউন্টহোল্ডার হতে হবে। স্কিমের বিনিয়োগকারীদের বার্ষিক 7.5 শতাংশ সুদ দেওয়া হবে ও প্রতি ত্রৈমাসিকের পরে সুদের পরিমাণ অ্যাকাউন্টে পাঠানো হবে।


Investment Plan: দুই বছর পর স্কিমের মেয়াদপূর্তির পর, ফর্ম-2 আবেদন পূরণ করার পর অ্যাকাউন্টহোল্ডারকে টাকা দেওয়া হবে। স্কিমের সময়সীমার এক বছর পূর্ণ হওয়ার পরে, অ্যাকাউন্টহোল্ডারের কাছে পরিমাণের 40 শতাংশ তোলার অপশন থাকবে। যদি অ্যাকাউন্ট হোল্ডার নাবালক হয়, তাহলে অভিভাবক ফর্ম-3 পূরণ করার পর ম্যাচিওরিটির পরে টাকা তুলতে পারবেন।


Sukanya Samriddhi Yojna: স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল সরকার। ১ এপ্রিল থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় পাবেন ৮ শতাংশ সুদ। আগে যা ছিল ৭.৬ শতাংশ। তবে পিপিএফ-এ সুদের হার বাড়ায়নি সরকার। আগের ৭.১ শতাংশই রাখা হয়েছে হার। জেনে নিন, কোন কোন যোজনায় কী হারে সুদ বাড়িয়েছে সরকার।


Small Savings Schemes: ১ এপ্রিল থেকে কত তারিখ পর্যন্ত পাবেন এই হার ?


মধ্যবিত্তের জন্য নতুন অর্থবর্ষে দারুণ খবর শোনাল মোদি সরকার। ১ এপ্রিল ২০২৩-২৪ অর্থ বর্ষের শুরুতেই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়িয়েছে কেন্দ্র। ট্যুইট করে এই নতুন সুদের হার সম্পর্কে ঘোষণা করেছে অর্থমন্ত্রক। যেখানে বলা হয়েছে,আগামী ৩০ জুন অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিক শুরু না হওয়া পর্যন্ত এই নতুন সুদের হার বলবৎ থাকবে।  


আরও পড়ুন : Saving Scheme Rate Hike: স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল সরকার, সুকন্যা সমৃদ্ধি যোজনায় পাবেন ৮ শতাংশ সুদ