Mahindra Electric SUV: বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় ঘোষণা করতে চলেছে Mahindra। শীঘ্রই তাদের তিনটি কনসেপ্ট ইলেকট্রিক SUV প্রকাশ্য আনার কথা বলেছে কোম্পানি। যা ভবিষ্যতে বৈদ্যুতিক SUV বিভাগে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷ সম্প্রতি এই ইলেকট্রিক গাড়িগুলির টিজার দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে।


টিজারের ছবি বলছে, এই বৈদ্যুতিক SUVগুলি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করেছে মহিন্দ্রা। জুলাইতে উন্মোচন করা হবে এই কনসেপ্ট SUVগুলি। বর্তমানে Mahindra রেঞ্জে পেট্রল/ডিজেল SUV সহ Mahindra বৈদ্যুতিক SUVগুলির আলাদা পরিসর তৈরি করতে চাইছে।


Mahindra SUV concept: তিন কনসেপ্ট মডেলের আয়তন আলাদা হলেও তাদের ডিআরএল-এর আকৃতি এক। এই ক্ষেত্রে সি-আকৃতির একটি ডিআরএল তৈরি করা হয়েছে তিন ইলেকট্রিক এসইউভির ক্ষেত্রে। শোনা যাচ্ছে, এবার XUV900 SUV coupe আনতে চলেছে মহিন্দ্রা। পাশাপাশি XUV700 electric SUV concept ছাড়াও আসছে XUV400 EV। জুলাইয়ের মধ্যেই 
এই সব গাড়ির কনসেপ্ট সামনে চলে আসবে।




Mahindra Electric SUV: অটো সাইটগুলির মতে, মহিন্দ্রার নতুন ইলেকট্রিক এসইউভিগুলি ব্রিটেনের বিশেষ স্টুডিওতে ডিজাইন করা হয়েছে। যার মধ্যে থাকছে অনেক আধুনিক প্রযুক্তি। হয়তো সেগমেন্টে প্রথম এমন কিছু প্রযুক্তি দিতে চলেছে মহিন্দ্রা। সামনে ডিআরএলসে সি-আকৃতির পাশাপাশি পিছনেও রয়েছে একই ডিজাইন।


ভারতের ইলেকট্রিক গাড়ির বাজার ধরতে এখন রাতারাতি একের পর একে গাড়ি লঞ্চ করছে কোম্পানিগুলি। সেখানে সবার আগে রয়েছে টাটা-মহিন্দ্রার নাম। ইতিমধ্যেই বেশকিছু ইভি বাজারে এনেছে দেশি এই কোম্পানিগুলি। এবার সেই তালিকায় আরও আগ্রাসীভাবে নাম লেখাতে চলেছে মহিন্দ্রা। কয়েক মাসে আগেই বাজারে এসেছে XUV700। যা এককথায় নির্দিষ্ট দামের শ্রেণিতে অনবদ্য পারফরম্যান্স কার হিসাবে প্রমাণিত হয়েছে। এই এসইউভির চাহিদা এখন ভারতীয় বাজারে আকাশছোঁয়া। কোনও কোনও মডেলে গাড়ি পেতে এক বছরের ওয়েটিং পিরিয়ডে যেতে হচ্ছে ক্রেতাদের। শোনা যাচ্ছে, এই গাড়িরও ইলেকট্রিক ভার্সন আনতে পারে কোম্পানি।