Mahindra Scorpio N Revealed: অবশেষে সামনে এল নতুন মহিন্দ্রা স্করপিওর (Mahindra Scorpio N) ডিজেল- পেট্রল স্বয়ংক্রিয় সংস্করণের দাম। আগেই গাড়ির ম্যানুয়াল সংস্করণগুলির দাম প্রকাশ করেছে কোম্পানি। এবার অটোমেটিকের সঙ্গে সামনে আনা হয়েছে এর অল হুইল ড্রাইভ (4WD) ভ্যারিয়েন্টের দামও।
Scorpio N Price: কবে থেকে বুকিং শুরু ?
Scorpio-N-এর স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টগুলির দাম নিয়ে অধীর আাগ্রহে অপেক্ষা করছিলেন ক্রেতারা।গাড়ির বুকিং শুরু হচ্ছে ৩০ জুলাই থেকে৷ এর স্বয়ংক্রিয় সংস্করণগুলিতে একটি ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। ডিজেলে পাবেন 4WD সিস্টেম। এটি একটি 'শিফট অন ফ্লাই' 4WD সিস্টেম, এতে রয়েছে 'টেরেন ম্যানেজমেন্ট টেকনোলজি'। নতুন স্করপিওতে '4XPLOR' 4WD Z4, Z8 ও Z8L ডিজেল ভ্যারিয়েন্টে পাবেন ক্রেতা।
Mahindra Scorpio N: কত দাম ডিজেল অটোমেটিকের ?
Z4 ডিজেল অটোমেটিকের দাম ১৫.৯৫ লক্ষ টাকা রাখা হয়েছে। যা এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টের তুলনায় ১.৯ লক্ষ টাকা বেশি।
Mahindra Scorpio N: এর পেট্রল অটোমেটিকের দাম কত ?
নতুন স্করপিওর টপ-এন্ড Z8L পেট্রল অটোমেটিকের দাম ২০.৯৫ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। টপ-এন্ড ডিজেল Z8L স্বয়ংক্রিয় দাম রাখা হয়েছে ২১.৪৫ লক্ষ টাকা।
Mahindra Scorpio N: মহিন্দ্রার এই নতুন গাড়ির ডিজেল সংস্করণটি 4WD সিস্টেমের বিকল্প পায়। যার মূল্য সংশ্লিষ্ট 2WD ভ্যারিয়েন্টের তুলনায় ২.৪৫ লক্ষ টাকা বেশি। 4WD Z4, Z8 ও Z8L ডিজেল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
Scorpio N Price: Scorpio-N-এর ৬-সিটার ভ্যারিয়েন্টটি নির্বাচিত Z8L ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যার দাম ৭-সিটার ভ্যারিয়েন্টের তুলনায় ২০,০০০ টাকা বেশি হবে। কদিন আগেই বাজারে এসেছে মহিন্দ্রার বহু প্রতীক্ষিত এই গাড়ি। কোম্পানি গাড়ির বুকিং ঘোষণা করলেও চিন্তা কমছে না ক্রেতাদের। বেশিরভাগেরই অভিযোগ, মহিন্দ্রার গাড়ি কিনতে গেলে অনেকদিন অপেক্ষা করতে হয়। ততদিন গাড়ির দাম তিনবার বেড়ে যায় ।