Mahindra Scorpio: ফের নতুন স্করপিওর ভিডিয়ো টিজার প্রকাশ্যে আনল মহিন্দ্রা। এবার গাড়ির কিছু অংশ দেখিয়ে কৌতূহল আরও বাড়াল কোম্পানি। মহিন্দ্রার দাবি, দেশের বাজারে 'বিগ ড্যাডি অফ অল এসইউভি' বলা যাবে নতুন স্করপিওকে।
2022 Mahindra Scorpio: নতুন স্করপিওতেও বাটারফ্লাই লোগো
Mahindra XUV700-এ মতোই নতুন মহিন্দ্রা স্করপিওতে পাওয়া যাবে বাটারফ্লাই লোগো। সিগনেচার ওই বিশেষ লোগো কোম্পানির এসইউভির জন্যই লঞ্চ করেছে মহিন্দ্রা। সঙ্গে থাকছে সামনের সিগনেটার ক্রোম গ্রিল।
Mahindra Scorpio SUV:কেমন দেখতে গাড়ি ?
নতুন ভিডিয়ো টিজার বলছে, সামনের গ্রিলটি পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। XUV700-র মতোই ক্রোম স্ট্রাইপ দেওয়া হয়েছে ফ্রন্ট গ্রিলে। সঙ্গে থাকছে, ডুয়াল-বিম এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, যার সঙ্গে পাবেন LED ডে-টাইম রানিং লাইট। সামনের বাম্পারে বদল করেছে কোম্পানি। সামনের গ্রিলের নিচেই রাখা হয়েছে গাঢ় কালো বাম্পার। যেখানে নেটেট এয়ারড্যাম দিয়েছে মহিন্দ্রা। এছাড়াও SUV-র ফগ ল্যাম্পের চারপাশে সি-টাইপ ক্রোম ট্রিম ব্যবহার করা হয়েছে।
2022 Mahindra Scorpio: পাশ থেকে দেখতে কেমন ?
সাইড প্রোফাইলের দিকে তাকালে SUV-তে স্পোর্টি অ্যালয় হুইল ও একটি কার্ভি ক্রোমলাইন দেওয়া হয়েছে গাড়িতে। যা একেবারে থার্ড রো পিলারের কাছে গিয়ে ঢেউ খেলে গেছে। Mahindra XUV700-তেও রয়েছে এই ডিজাইন। মাহিন্দ্রা নতুন স্করপিওতে সম্পূর্ণ নতুন কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। তবে পুরোপুরি বদলে দেওয়া হয়নি গাড়ির ঐতিহ্যবাহী বক্সি ডিজাইন।
Mahindra Scorpio SUV: সম্ভ্যাব্য কী ইঞ্জিন গাড়িতে ?
নতুন প্ল্যাটফর্মের অর্থ আরও ভাল রাইড ও ড্রাইভিংয়ের পাশাপাশি গাড়ির অতিরিক্ত দক্ষতা। নতুন থারের মতোই নতুন স্করপিওতে ম্যানুয়াল অটোমেটিক উভয় অফার সহ একটি 2.0 লিটার টার্বো পেট্রল থাকবে। সঙ্গে এতে রয়েছে 2.2 লিটার ডিজেল সহ ম্যানুয়াল ও অটোমেটিকের অপশন। থাকতে পারে অল হুইল ড্রাইভের অপশনেও। XUV700 এর মতো ডিজেলে শুধুমাত্র সব চাকায় ড্রাইভ ফাংশন পেতে পারে ক্রেতা। নতুন Scorpio এর দাম আগের থেকে বেশি হবে। তবে Mahindra এর দাম সামনে এনে সবাইকে অবাক করে দিতে পারে।
আরও পড়ুন : Toyota Fortuner GR Sport: ভারতে এল টয়োটোর নতুন ফরচুনার, কোথায় আলাদা এই গাড়ি ?