Ravi Modi Success Story: আজকের দিনে ভারতীয়দের বিবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে বিবাহের পোশাক আর এই পোশাকের এক জনপ্রিয় ব্র্যান্ড এখন ‘মান্যবর’। এই মর্যাদাপূর্ণ আভিজাত্য-সম্বলিত ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা রবি মোদি। কলকাতাতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা, ব্যবসার শুরুটাও কলকাতাতেই আর তারপর আজ সারা ভারত জুড়ে মান্যবর-এর ৬০০টিরও বেশি স্টোর রয়েছে। মায়ের কাছ থেকে একদিন ১০ হাজার টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, আর আজ তাঁর সংস্থার বার্ষিক টার্নওভার ৩২ হাজার কোটি টাকার। ঐতিহ্যবাহী ভারতীয় ফ্যাশনের দুনিয়ায় এক গভীরে প্রোথিত সাম্রাজ্য গড়ে তুলেছেন রবি মোদি। কীভাবে এল এত বিপুল সাফল্য ?

২০০২ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় বেদান্ত ফ্যাশনস আর তারপরে এই সংস্থার অধীনেই অধিগৃহীত হয় মান্যবর, মোহে, মন্থন, মেবাজ, ত্বমেব ইত্যাদি ব্র্যান্ডগুলি। রবি মোদির নেতৃত্বেই এক অভূতপূর্ব সাফল্য আসে এবং ২০২২ সালে আইপিও লঞ্চ হয় সংস্থার। উদ্যোগপতি হিসেবে রিবি মোদির যাত্রা শুরু হয়েছিল সেই ১৩ বছর বয়সে। তাঁর বাবার জামা-কাপড়ের দোকানে একজন সেলস পার্সন হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। কয়েক বছর পরেই তিনি মায়ের কাছে ১০ হাজার টাকা ধার নিয়ে নিজের ব্যবসা শুরু করেন এবং তখনই প্রতিষ্ঠিত হয় বেদান্ত ফ্যাশনস।

কলকাতায় ১৪০ বর্গফুটের একটি ছোট্ট দোকানে পুরুষদের পোশাক বিক্রি করতেন তাঁর বাবা। তাতে এথনিক পোশাক ছিল না। ১৯৯০-এর দশকে বাবার দোকানেই কাজ করতেন তিনি। ১৯ বছর বয়সে তিনি বাবার অনুপস্থিতিতে ১০০ সেট কুর্তা-পাজামা অর্ডার দিয়ে আনান এবং এক সপ্তাহের মধ্যেই ৮০টি বিক্রি করে ফেলেন। আর ২২ বছর বয়সে সেই দোকানেই তিনি পাকাপাকিভাবে ট্রাডিশনাল পোশাক বিক্রি শুরু করেন। তারপরে ১৯৯৯ সালে মায়ের থেকে টাকা ধার নিয়ে আর নিজের পুঁজি লাগিয়ে নিজের স্বতন্ত্র দোকান শুরু করেন রবি মোদি যার নাম দেন বেদান্ত ফ্যাশনস।

২০০৫-০৬ সালের মধ্যেই ভারত জুড়ে তাঁর ব্র্যান্ড ‘মান্যবর’ সুপরিচিত হয়ে ওঠে। আর ২০০৮ সালে এই সংস্থা তাদের প্রথম প্রিমিয়াম ব্র্যান্ড আউটলেট খোলে ভুবনেশ্বরে। এই ব্র্যান্ড সকলের কাছে সুপরিচিত হয়ে ওঠার মূলে ছিল বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, রণবীর সিং, আলিয়া ভট্ট, কার্তিক আরিয়ানের মত বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ব্র্যান্ড এনডোর্সমেন্ট। কুর্তা, শেরওয়ানি, জ্যাকেট, লেহেঙ্গা আর শাড়ির জন্য বিখ্যাত এই মান্যবর ব্র্যান্ড।

আজ ভারতের ২৪৮টি শহরে মোট ৬৬২ আউটলেট এবং এর সঙ্গে ১৬টি আন্তর্জাতিক আউটলেট পরিচালনা করে বেদান্ত ফ্যাশনস। রবি মোদির ব্যক্তিগত সম্পদের মূল্যই এখন দাঁড়িয়েছে ২৮ হাজার কোটি টাকায়। ২০২৩ সালের এপ্রিল মাসের হিসেবে রবি মোদি ভারতের ধনকুবেরদের তালিকায় ৬৪তম স্থানে রয়েছেন এবং ফোর্বসের ধনকুবেরদের তালিকায় তাঁর নাম রয়েছে ১২৩৮ নম্বরে।


Education Loan Information:

Calculate Education Loan EMI