Maruti Grand Vitara vs Toyota Urban Cruiser Hyryder: কমপ্যাক্ট এসইউভির দুনিয়ায় ইতিমধ্যেই অভিষেক ঘটিয়েছে মারুতি (Maruti) এবং টয়োটা (Toyota) সংস্থা। ভারতে লঞ্চ হয়েছে Maruti Grand Vitara এবং Toyota Urban Cruiser Hyryder। এক্ষেত্রে উল্লেখ্য হল, মারুতি এবং টয়োটা সংস্থা একত্রিত হয়েই এই দুই গাড়ি নির্মাণ করেছে। তাই একথা স্পষ্ট যে দুটো গাড়িতেই যথেষ্ট মিল রয়েছে। তবে আদৌ Maruti Grand Vitara এবং Toyota Urban Cruiser Hyryder- এই দুই কমপ্যাক্ট এসইউভির মধ্যে কোনও পার্থক্য রয়েছে কিনা, থাকলেও সেগুলো কী কী- সেটাই দেখা নেওয়া যাক।
কোন গাড়ি দেখতে ভাল
গাড়ির আকার-আয়তন মূলত Length- এর নিরিখে দু’টি গাড়ির মধ্যে সামান্য কিছু ফারাক রয়েছে। Maruti Grand Vitara গাড়ি ৪৩৪৫ মিলিমিটার লম্বা। অন্যদিকে Toyota Urban Cruiser Hyryder গাড়িটি ৪৩৬৫ মিলিমিটার লম্বা। এছাড়া দুটো গাড়ির মডেলই ১৭৯৫ মিলিমিটার চওড়া। সেই সঙ্গে রয়েছে একই হুইলবেস, ২৬০০ মিলিমিটার। তবে আকার-আয়তনে দুটো গাড়ি প্রায় এক হলেও, দুটো গাড়ির সামনের অংশ বিশেষ করে হেডল্যাম্পের ডিজাইন এবং গ্রিলের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। Hyryder মডেলে রয়েছে স্লিম এলইডি স্ট্রিপ এবং গ্রিলের সঙ্গে থিন ক্রোম লাইন রয়েছে। অন্যদিকে Grand Vitara গাড়িতে রয়েছে তুলনায় মোটা ক্রোম লাইন এবং একটি অন্য রকমের লাইট প্যাটার্ন। আবার গাড়ির পিছনের অংশের ডিজাইন এবং লুক অনুসারে দুটো গাড়ির মধ্যে মিল রয়েছে। tail-gate এবং tail-lamp ডিজাইনে সামান্য পার্থক্য থাকলেও আদতে প্রায় একই।কোন গাড়িতে বেশি ফিচার রয়েছেগাড়ির ভিতরের অংশের স্টিয়ারিং হুইল থেকে শুরু করে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এমনকি ৯ ইঞ্চির টাচস্ক্রিন সিস্টেমও দুই গাড়িতে প্রায় সমান। শুধু পার্থক্য রয়েছে গাড়ির ভিতরের রঙে।
ইঞ্জিন অপশন
মারুতি এবং টয়োটা, দুই সংস্থার কমপ্যাক্ট এসইউভিতেই একই ইঞ্জিন রয়েছে। মাইল্ড হাইব্রিড এবং স্ট্রং হাইব্রিড পাওয়ারট্রেনস রয়েছে Grand Vitara এবং hybrid গাড়িতে।
দাম
এই দুই গাড়ির দামও প্রায় একই হবে বলে অনুমান করা হচ্ছে। খুব সামান্যই ফারাক থাকতে পারে এই দুই গাড়ির দামে।