Google Pixel 6a: গুগল পিক্সেল ৬এ (Google Pixel 6a) লঞ্চ হয়েছে ভারতে। আপাতত ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে এই ফোনের জন্য প্রিবুকিং করা যাচ্ছে। অতএব প্রকাশ্যে এসেছে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে এই ফোনের দাম কত ছাড় (Offer and Discount) থাকছে। প্রায় ২ বছর নানা টালবাহানার পর এবার ভারতে লঞ্চ হল গুগল পিক্সেল ফোন (Google Pixel Phone)। পিক্সেল ৬এ- এর আগে ভারতে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৪এ। এরপর পিক্সেল ৫ সিরিজের ফোন ভারতে আর লঞ্চ করেনি গুগল কর্তৃপক্ষ। বলা হয়েছিল চাহিদা কম, সেই জন্যই ভারতের ব্যবসায় মন্দা হচ্ছে। তাই গুগল সংস্থা আর ফোন লঞ্চ করবে না। তবে সব বাধা কাটিয়ে এবার ভারতে লঞ্চ হল গুগল পিক্সেল ৬এ ফোন।


ভারতে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম


গুগল পিক্সেল ৬এ ফোন ভারতে লঞ্চ হয়েছে ৪৩,৯৯৯ টাকা। একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। এখানে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। চক এবং চারকোল- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৬এ ফোন। অনুমান করা হচ্ছে, এই ফোনের বিক্রি শুরু হবে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেল শুরু হলে, অর্থাৎ ২৩ জুলাই থেকে।


এবার দেখে নেওয়া যাক বিভিন্ন অফার


অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের ট্রানজাকশন করলে ক্রেতারা ৪০০০ টাকা ছাড় পাবেন। এর ফলে ফোনের দাম কমে হবে ৩৯,৯৯৯ টাকা। ইএমআই অপশনের মাধ্যমেও এই ফোন কেনা যাবে। সেক্ষেত্রে প্রতি মাসে ১৫০৪ টাকা দিতে হবে। ভারতের বেশিরভাগ এলাকায় ফ্লিপকার্টের তরফে ক্যাশ অন ডেলিভারি অপশন দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। সেখানে আগের কোনও পিক্সেল ফোন এক্সচেঞ্জ করলে তার পরিবর্তে ৬০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আর অন্য কোনও ফোন এক্সচেঞ্জ করলে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে।


গুগল পিক্সেল ৬এ ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন



  • ১। এই ফোনে একটি ৬.১৪ ইঞ্চির OLED ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই ফোনে গুগলের নিজস্ব Tensor চিপ রয়েছে।

  • ২। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। সেখানে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • ৩। ৪৪১০ এমএএইচ ব্যাটারি রয়েছে গুগল পিক্সেল ৬এ ফোনে। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের সঙ্গে চার্জার দেয়নি গুগল কর্তৃপক্ষ।


আরও পড়ুন- ভারতে আইকিউওও ৯টি ৫জি ফোন লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ ফাঁস, জেনে নিন সম্ভাব্য দামও