নয়াদিল্লি: পুজোর মরশুমে দেশে গাড়ি বিক্রিতে ফের এক নম্বর জায়গায় চলে এল মারুতি-সুজুকি। এবার দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানির সেল বৃদ্ধিতে কাজে এসেছে Maruti S-Presso। কেবল অগস্টেই দেশে ৭২২৫টা ইউনিট বিক্রি হয়েছে এই মাইক্রো এসইউভির।যার ফলে বিক্রির দৌড়ে সবাইকে পিছনে ফেলে দিয়েছে কোম্পানি।


কোম্পানির সেলস ফিগার বলছে, গত বছর অগস্টেই Maruti S-Presso-র বিক্রি ছিল ৫৩১২টি গাড়ি। এবার সেই সংখ্যা ৩৬ শতাংশ বেড়েছে। যার ফলে কোম্পানি সব মিলিয়ে গাড়ি বিক্রির সংখ্যাতেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে পুজোর আগে বিশেষ ছাড় দিচ্ছে কোম্পানি। তাই আগামী দিনে গাড়ির সেলস ফিগার বাড়ার আরও সম্ভাবনা রয়েছে।


Maruti S-Presso-র ডিজাইন
সামনে থেকে ক্রোম গ্রিল বোল্ড লুক এনে দিয়েছে গাড়িতে। টল বয় গাড়ির ডিজাইন হওয়ায় মাইক্রো এসইভির সেগমেন্টে ধরা যায় এই গাড়ি। গাড়িকে শক্তিশালী করার জন্য ৪০ শতাংশ স্টেইনলেস স্টিলের ব্যবহার করা হয়েছে। Maruti-র সাম্প্রতিককালের HEARTECT প্লাটফর্মে তৈরি হয়েছে এই গাড়ি। নতুন জেনারেশনের এই গাড়ির বাইরে ও ভিতরে অনন্য ডিজাইন দেওয়া হয়েছে। পাওয়ারফুল ইঞ্জিনের সঙ্গে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ির এসইউভি ক্যারেক্টার ফুটিয়ে তোলে। ভারতীয় রাস্তায় চলার জন্য সফট সাসপেনশন সেট আপ দেওয়া হয়েছে গাড়িতে। যার ফলে খারাপ রাস্তাতেও আরামে চলতে পারে এই গাড়ি। এমনকী পিছনের সিটের যাত্রীদেরও কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। খুবই ভালো ড্রাইভিংয়ের অভিজ্ঞতা পাওয়া যা এই গাড়িতে।


Maruti S-Presso-র দাম ও ইঞ্জিন
৩.৭৮ লক্ষ টাকা থেকে শুরু হয় এই গাড়ি দাম। 998cc BS6 ইঞ্জিন দেওয়া হয়েছে Maruti S-Presso-তে। যা ৩৫০০ আরপিএম-এ ৫০ কিলোওয়াট পাওয়ার জেনারেট করে। এ ছাড়াও গাড়িতে আপনি পাবেন ৯০ নিউটন মিটার টর্ক। গাড়িতে রয়েছে ৫স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এক লিটারে ২১.৭ কিলোমিটার মাইলেজ দেওয়ার দাবি করে এই গাড়ি।


Maruti S-Presso-র প্রতিযোগী
মারুতির এই মাইক্রো এসইউভির সঙ্গে প্রতিযোগিতা হবে Reno Quid, Hyundai Santro ছাড়াও Datsun redi-GO-এর। যদিও ডিজাইনের দিক দিয়ে অনেক এগিয়ে থাকছে এই গাড়ি।