মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি (virat kohli)। এখনও টেস্ট ও ওয়ান ডে দলের নেতৃত্বে রয়েছেন তিনি। তবে এবার কি ওয়ান ডে (one day) ফর্ম্যাটেও জাতীয় দলের নেতৃত্ব হারাতে পারেন কোহলি? এই সপ্তাহেই হয়ত তা নিশ্চিত হয়ে যাবে। আসন্ন দক্ষিণ আফ্রিকা (south africa) সফরের জন্য দল নির্বাচন করতে চলেছেন চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। সেখানেই হয়ত ক্যাপ্টেন বিরাটের ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। 


ওমিক্রন আতঙ্কে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল নির্বাচন স্থগিত রেখেছে বিসিসিআই। ওমিক্রন সংক্রমণের প্রভাব এবার ২২ গজে? এক সপ্তাহ পিছোতে পারে ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। ১৭ ডিসেম্বর থেকে এই সফর শুরু হওয়ার কথা। সফরে তিন টেস্ট, তিনটি ওয়ান ডে খেলবে ভারতীয় দল। চারটি টি টোয়েন্টিও খেলার কথা রোহিতদের। টি-টোয়েন্টিতে রোহিত শর্মার নেতৃত্বেই যে ভারতীয় দল নামবে খেলতে, তা নিশ্চিত। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে কে অধিনায়ক হন এখন, তা দেখার। 


এদিকে কাল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। কানপুরের গ্রিন পার্কে শক্তিশালী ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে মরিয়া লড়াই করে ম্যাচ ড্র করে নিয়েছে ভারতীয় (india cricket team) ক্রিকেট দল। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল স্পিন ত্রয়ী মিলেও দ্বিতীয় ইনিংসে অল আউট করতে পারেননি ভারতীয় দলকে। সাধারণ স্পিন (spin) সহায়ক উইকেটেই (wicket) দেশের মাটিতে খেলতে নামে ভারতীয় দল। আর স্পিন দিয়েই প্রতিপক্ষকে আক্রমণের ছক কষা হয়। মুম্বইয়েও কী তেমনই হবে?


সাধারণ ওয়াংখেড়ের (wankhede) পিচ শুরুর দিকে ব্যাটারদের সুবিধে দেয়। কিন্তু ম্যাচ যত এগােয়, ততই স্পিনাররা সুবিধে পায়। কিন্তু মুম্বইয়ে বৃষ্টি হয়েছে বেশ ভালই। এমনকী গতকাল বৃষ্টির জন্য ভারতীয় দলের অনুশীলনও বন্ধ ছিল। তাই এবার শুকনো পিচের সম্ভাবনা নেই সেভাবে। ফলে পেসাররাও সুবিধে পেতে পারে এবার। সেক্ষেত্রে অতিরিক্ত এক পেসারকে ভারতীয় একাদশে দেখা যেতেই পারে। সেক্ষেত্রে মহম্মদ সিরাজই হবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ।


আরও পড়ুন: ফের নজির গড়ার হাতছানি, হ্যাডলিকে টপকাতে পারবেন অশ্বিন?