CNG Car: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে মারুতি সুজুকির (Maruti Suzuki) নতুন এসইউভি ব্রেজা (Brezza 2022 SUV)। এই গাড়ি নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে। মারুতি সুজুকি সংস্থা জানিয়েছে, নতুন ব্রেজা ২০২২ এসইউভি মডেলের জন্য এর মধ্যেই নাকি ৫০ হাজার বুকিং হয়ে গিয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে যে মারুতি ব্রেজা ২০২২ এসইউভি গাড়ি নিয়ে কোম্পানির অনেক বড় পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই গাড়ির একটি CNG ভ্যারিয়েন্টও লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি। যদিও নিশ্চিত ভাবে জানা যায়নি যে তা কবে লঞ্চ হবে।
বর্তমানে মারুতি সুজুকি ব্রেজা ২০২২ এসইউভি লঞ্চের সময় কোনও CNG ভ্যারিয়েন্টের উল্লেখ করেনি সংস্থা। তবে আগামী দিনে এই CNG ভ্যারিয়েন্ট লঞ্চ হবে। আর যেভাবে জ্বালানির দাম উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার জেরে মারুতি সুজুকি ব্রেজা ২০২২ এসইউভির CNG ভ্যারিয়েন্টের চাহিদা আরও বাড়বে বলেই অনুমান করছে অটোমোবাইল সংস্থা। তবে আপাতত লঞ্চ হওয়া ব্রেজা ২০২২ এসইউভিরই অনেক চাহিদা রয়েছে। তাই এই ভ্যারিয়েন্টের বুকিংয়ের দিকেই এখন নজর দিয়েছে মারুতি সুজুকি সংস্থা। সেইজন্য CNG ভ্যারিয়েন্ট লঞ্চের নিশ্চিত কোনও তথ্য জানা যায়নি। তবে মারুতি সুজুকি ব্রেজা ২০২২ এসইউভির CNG ভ্যারিয়েন্ট যে লঞ্চ হবে সে কথা নিশ্চিত।
জানা গিয়েছে, বর্তমানে মারুতি সুজুকির তালিকায় ১৫টি গাড়ির কথা বলা হয়েছে। এর মধ্যে ৯টি গাড়িতে CNG পরিষেবা রয়েছে। বাকি ছয়টি গাড়িতেও খুব তাড়াতাড়িই লঞ্চ হয়ে যাবে CNG ভ্যারিয়েন্ট। বর্তমানে মারুতি সুজুকির গাড়ির জন্য ৩,০৫,০০০ বুকিং রয়েছে। এর মধ্যে ১,৩০,০০০ বুকিং হয়েছে শুধুমাত্র CNG ভ্যারিয়েন্টের জন্য। অর্থাৎ আগামী দিনে ভারতের বাজারে CNG গাড়ির চাহিদা কীভাবে বাড়তে চলেছে তার একটা আন্দাজ পাওয়া গিয়েছে। আর সেই জন্য নতুন ব্রেজা মডেলের ক্ষেত্রে CNG ভ্যারিয়েন্ট লঞ্চের পরিকল্পনা করেছে মারুতি সুজুকি সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে মারুতি সুজুকির নতুন গাড়ি Maruti Brezza 2022। এই কমপ্যাক্ট এসইউভির দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে। মোট চারটি ভ্যারিয়েন্ট Lxi, Vxi, Zxi এবং Zxi+ লঞ্চ হয়েছে দেশে।