Car AC Tips & Tricks: বছরের পর বছর ব্যবহার করলে সমস্যা দেখা যায় গাড়ির যেকোনও যন্ত্রাংশে। সেই ক্ষেত্রে খারাপ হওয়ার আশঙ্কা বাড়ে এসির। তাই তীব্র গরম থেকে বাঁচতে মেনে চলুন এসি পরিচর্যার এই পাঁচ বিষয়।


Car Care Tips: গাড়ির মধ্যে থাকা তাপ সরান আগে


অনেক সময় পার্কিংয়ে গাড়ি থাকার পরই গাড়ি ঢুকে এসি চালিয়ে দেন অনেকেই। এই কাজটি কখনোই করবেন না। এই ক্ষেত্রে এসি চালানোর আগে গাড়ির বন্ধ বাতাসকে বাইরে বের করে দিন। দেখুন যাতে আগে গাড়ির মধ্যে বায়ু বায়ুচলাচল স্বাভাবিক হয়। এরপরই এসি অন করুন। তবে দ্রুত গাড়ির কেবিন ঠান্ডা হবে।


Car AC Tips & Tricks: পার্কিং লটে সূর্যের তাপ থেকে গাড়ি সরিয়ে রাখুন


সব সময় সূর্যের সরাসরি তাপ থেকে গাড়ি সরিয়ে পার্ক করুন। বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি ছায়ায় পার্ক করার চেষ্টা করুন। এতে আপনার গাড়ির কেবিন খুব বেশি গরম হবে না ও আপনার গাড়ির এসিকে কেবিন ঠান্ডা করতে কম কাজ করতে হবে। ফলে এসির ওপর চাপ কম পড়বে ও দীর্ঘ সময় ধরে এটি নিজের কার্যক্ষমতা বজায় রাখতে পারবে। 


Car AC Tips: রিসার্কুলেশন মোড চালু রাখুন


রিসার্কুলেশন মোড বৈশিষ্ট্য সক্রিয় করার মাধ্যমে গাড়ির এসি বাইরের বাতাসকে ভিতরে টেনে নেয় না। যার ফলে গাড়ি ক্রমাগত ঠান্ডা থাকে। এসিকে বেশি কাজ করতে হয় না। তবে মনে রাখবেন যে, এই বৈশিষ্ট্যটি চালু করা উচিত তখনই যখন এসি গাড়িটিকে ঠান্ডা করবে।


Car AC Tips & Tricks: নোংরা ফিল্টার পরিষ্কার করুন


এসির ফিল্টার নোংরা হলে গাড়ির বাইরে থেকে বাতাস আসতে সমস্যা হতে পারে। এই কারণে এসি গাড়ি ঠান্ডা হতে বেশি সময় নেয়। সেই কারণে এসির ফিল্টারগুলি নিয়মিত পরিষ্কার করা উচিত। যদি আবার সমস্যা দেখা দেয় তবে এটি বদলে দিন। 


Car AC Tips: নিয়মিত এসি সার্ভিস করান


গাড়ির এসি সময়মতো সার্ভিসিং করা উচিত, এতে গাড়িতে ভালো ঠান্ডা উপভোগ করতে পারবেন। যদি গাড়ির এসি দীর্ঘদিন ধরে ব্যবহার না করা হয়, তবে এটি চালানোর আগে এটির ফিল্টারটি একবার পরিষ্কার করা উচিত। এই সার্ভিসিং নিশ্চিত করে এসির ভাল থাকার বিষয়। 


আরও পড়ুন : Maruti Jimny: আগামী বছরেই ভারতে মারুতি জিমনি ! বাজারে আসবে ৫ দরজার মাইল্ড হাইব্রিড