মুম্বই : রুপোলি পর্দাতেও দেখা গিয়েছে বেশ কয়েক বছর আগে। সোশ্যাল মিডিয়াতেও তিনি খুব একটা সক্রিয় নন। বলিউডে এই মুহূর্তে নতুন প্রজন্মের একঝাঁক অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন। কিন্তু তাতেও তাঁর অনুরাগীরা সংখ্যা একটুও কমেনি। হ্যাঁ। ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) প্রতি অনুরাগীদের ভালোবাসা এতটাই মজবুত। আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা। 


প্রায় দু দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। একাধিক ছবিতে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে। 'হম দিল দে চুকে সনম', 'দেবদাস'-র মতো ছবিতে অভিনয় করে তিনি একাধিক পুরস্কার ঝুলিতে ভরেছেন। পাশাপাশি ছেড়েওছেন বহু হিট ছবির প্রস্তাব। বহু পরিচালকদের কাছেই নায়িকার চরিত্রে প্রথম পছন্দ ঐশ্বর্য রাই। কিন্তু নানা কারণে বেশ কিছু ছবির প্রস্তাবে রাজি হতে পারেননি অ্যাশ। পরবর্তীকালে সেই ছবির প্রস্তাব বলিউডের অন্য নায়িকাদের কাছে যায়। এবং সেই ছবি বক্স অফিসে সাফল্যও পায়। দেখে নেওয়া যাক কোন কোন হিট ছবির প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন-


আরও পড়ুন - Aishwarya Rai: দীপিকা পাড়ুকোনের কোন কোন হিট ছবির প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য রাই?


১. বাজিরাও মস্তানি - পরিচালক সঞ্জলীলা বনশালীর অন্যতম পছন্দের অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। 'হম দিল দে চুকে সনম' ছবির সাফল্যের পর সলমন-ঐশ্বর্য জুটিকেই তাঁর 'বাজিরাও মস্তানি' ছবিতে মুখ্য চরিত্রে চেয়েছিলেন সঞ্জয়লীলা বনশালী। কিন্তু শোনা যায় ওই সময় অ্যাশ এবং ভাইজানের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। ফলে সেই সময় এই ছবি তৈরির কাজ স্থগিত রাখতে হয় নির্মাতাদের। পরবর্তীকালে ফের ঐশ্বর্য রাইকে এই ছবির প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হন। কিন্তু অ্যাশের সহ-অভিনেতা পছন্দ না হওয়ায় এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।


২. পদ্মাবত - ফের পরিচালক সঞ্জয়লীলা বনশালী ঐশ্বর্য রাইকে প্রস্তাব দেন এই ছবির নায়িকার চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু সেখানেই সহ-অভিনেতা পছন্দ না হওয়ায় প্রস্তাব যায় দীপিকা পাড়ুকোনের কাছে।


৩. চলতে চলতে- শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে মুখ্য চরিত্রের প্রথম প্রস্তাব গিয়েছিল ঐশ্বর্য রাইয়ের কাছে। ছবির শ্যুটিংও শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু শোনা যায়, শ্যুটিং সেটে সলমন খানের অস্তস্বিকর আচরনের কারণে ছবির কাজ ছেড়ে দিতে বাধ্য হন অভিনেত্রী। পরবর্তীকালে 'চলতে চলতে' ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধেন রানি মুখোপাধ্যায়। এবং ছবিটি বক্স অফিসেও দারুণ সাফল্য পায়।


৪. বীর-জারা - বলিউডের রোম্যান্টিক ছবিগুলির মধ্যে অন্যতম 'বীর-জারা'। ছবিটি বহু পুরস্কারও পেয়েছিল পরবর্তীকালে। রানি মুখোপাধ্যায়ের চরিত্রে কাজ করার কথা ছিল ঐশ্বর্য রাই বচ্চনের। কিন্তু তিনি রাজি না হওয়ায় প্রস্তাব যায় রানির কাছে।


৫. ভুলভুলাইয়া - বক্স অফিসে সাফল্য পাওয়া 'ভুলভুলাইয়া' ছবিতে মঞ্জুলিকা চরিত্রে অভিনয়ের জন্য বিদ্যা বালানের আগে প্রস্তাব যায় ঐশ্বর্য রাইয়ের কাছে। তিনি রাজি না হওয়ায় পরবর্তীকালে বিদ্যা বালান অভিনয় করেন এবং প্রশংসিতও হন।


৬. হিরোইন - পরিচালক মধুর ভান্ডারকরের হিট ছবি 'হিরোইন'-র প্রস্তাবও যায় ঐশ্বর্যের কাছে। কিন্তু শোনা যায় সেই সময়ে আচমকাই অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে ছবির কাজ ছেড়ে দেন তিনি। 


৭. কুছ কুছ হোতা হ্যায় - বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি। কিন্তু অনেক ছবির কাজ হাতে থাকায় এই ছবির কাজ ফিরিয়ে দেন ঐশ্বর্য রাই বচ্চন। পরবর্তীকালে প্রস্তাব যায় কাজলের কাছে।