Dividend Stocks: ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি সম্প্রতি ২০২৩-২৪ অর্থবর্ষের ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। আর এই অর্থবর্ষের ত্রৈমাসিকে (Maruti Suzuki Dividend) সংস্থার ৩৮৭৭.৮ কোটি টাকার মুনাফা হয়েছে। এমনকী বিনিয়োগকারীদের জন্যেও দারুণ সুখবর দিয়েছে মারুতি সুজুকি। প্রতি শেয়ারে ১২৫ টাকা হারে ডিভিডেন্ড দিতে চলেছে মারুতি সুজুকি।
রেভিনিউ বেড়েছে সংস্থার
২০২৪ সালের ৩১ মার্চ শেষ হয়েছে বিগত অর্থবর্ষ। আর বিগত অর্থবর্ষে মারুতি সুজুকির মুনাফা বেড়েছে ৪৮ শতাংশ। ২০২৩ সালের মার্চ মাসে এই সংস্থা ২৬২৩.২৩ কোটি টাকা মুনাফা করেছিল। আর এই বিপুল মুনাফার একটা অংশ শেয়ারহোল্ডারদের (Maruti Suzuki Dividend) মধ্যে বণ্টন করে দিতে ১২৫ টাকা হারে ডিভিডেন্ড দিতে চলেছে সংস্থা। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এই সংস্থার আয় ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৩৬,৬৯৭.২৫ কোটি টাকা। শেয়ার প্রতি আয়ও বেড়েছে এই অটোমোবাইল সংস্থার। গত অর্থবর্ষের শেয়ার প্রতি আয় (EPS) ছিল যেখানে ৮৬.৬৫ টাকা, সেখানে এখন এর EPS দাঁড়িয়েছে ১২৩.৩৪ টাকা।
বিক্রিও বেড়েছে মারুতি সুজুকির
২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে মারুতি সুজুকির (Maruti Suzuki Dividend) বিক্রি ১৩.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪,০৩১ ইউনিটে। ২০২২ সালের মার্চ মাসে এই সেলস ইউনিট ছিল ৫১৪৯২৪ ইউনিটে। জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে মারুতি সুজুকির কর-পূর্ব মুনাফার অঙ্কও ৫৬.৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৯,৯৭৮ কোটি টাকা। ২০২৩-এর মার্চ মাসের হিসেবে এই অঙ্ক ছিল ৩২,৫৪৮ কোটি টাকায়। যদিও গতকাল শুক্রবার বাজার বন্ধের সময় মারুতি সুজুকির শেয়ারের দাম ১.৭০ শতাংশ কমে হয় ১২,৬৮৭ টাকা।
গুজরাতে খুলবে নতুন কারখানা
মারুতি সুজুকির চেয়ারম্যান আরসি ভার্গব জানিয়েছেন যে, এই বছরের শেষ দিকে গুজরাতে এই গাড়ি নির্মাতা সংস্থা তাঁদের চতুর্থ কারখানা স্থাপন করবে। এমনকী এই কারখানায় প্রথম বছরেই ২০ লক্ষ ইউনিট গাড়ি তৈরি হবে বলে জানা গিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )
Multibagger Stock: বিপুল মুনাফা ! এক বছরে ২০০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্মলক্যাপ স্টক