Railtel Corporation Jobs: রেলের এই সংস্থায় এবার চাকরির সুযোগ। রেলে যারা চাকরি করতে চান, আগ্রহী প্রার্থীরা এই সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারেন। সংস্থার নাম রেলটেল কর্পোরেশন। এই সংস্থায় ম্যানেজার পদে লোক নেওয়া হবে। এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে (Railtel Corporation Jobs) বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বয়স ৫৬ বছরের মধ্যে হলেই যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারেন। তবে দেখে নিন কী কী যোগ্যতা লাগবে, কীভাবেই বা আবেদন করবেন।


শূন্যপদ


রেলটেল কর্পোরেশনে একটিমাত্র শূন্যপদে ম্যানেজার (টেক) হিসেবে কর্মী নিয়োগ করা হবে। একটিই মাত্র শূন্যপদ রয়েছে এক্ষেত্রে।


কাজের মেয়াদ


এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। ডেপুটেশনের ভিত্তিতে ন্যূনতম ৩ বছরের মেয়াদে কাজ করতে পারবেন ম্যানেজার (টেক) পদে নির্বাচিত প্রার্থীরা। তবে এই মেয়াদ সম্পূর্ণ রেলটেল কর্পোরেশনের সিদ্ধান্তের উপর। তাৎক্ষণিকভাবে এই পদ সরান হতে পারে বা পদে নির্বাচিত প্রার্থীর কাজের মেয়াদ বাড়ান হতেও পারে।


কাজের জায়গা


রেলটেল কর্পোরেশনে (Railtel Corporation Jobs) ম্যানেজার পদে নির্বাচিত হলে প্রার্থীকে নর্দার্ন রিজিয়নের দায়িত্ব দেওয়া হবে এবং দিল্লিতে থেকে কাজ করতে হবে সংস্থার সঙ্গে।


বয়সসীমা


এই সংস্থায় ম্যানেজার পদে কাজের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স যেন কোনওভাবেই ৫৬ বছরের বেশি না হয়।


বেতন


রেলটেল কর্পোরেশনের পক্ষ থেকে এই সংস্থার কাজের জন্য নির্বাচিত প্রার্থীদের প্যারেন্ট পে এবং ডেপুটেশন অ্যালাউয়েন্সের ভিত্তিতে বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা


এই পদে কাজের জন্য উৎসাহী প্রার্থীদের ন্যূনতম ৪ বছর ৭ম পে লেভেলে কোনও সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


কীভাবে করবেন আবেদন


রেলটেল কর্পোরেশনে ম্যানেজার (Railtel Corporation Jobs) পদে নিয়োগের জন্য প্রার্থীকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে শূন্য আবেদনপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করার পর জরুরি তথ্যাদি ও নথি সহ RCIL-এর কর্পোরেট অফিসে ডাকযোগে পাঠাতে হবে নির্ধারিত দিনের মধ্যে।


আবেদনের শেষদিন


নিয়োগের বিজ্ঞপ্তি জারির ৩০ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে আগ্রহী প্রার্থীদের। ২২ এপ্রিল এই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ফলে ২২ মে-র মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: HS Result 2024: ৮ মে উচ্চ মাধ্য়মিকের ফল প্রকাশ, কখন, কীভাবে জানা যাবে রেজাল্ট?


Education Loan Information:

Calculate Education Loan EMI