Auto News: লঞ্চ না হলেও ভারতের রাস্তায় ইতিমধ্য়েই এই গাড়ি দেখা গিয়েছে বহুবার। অটো ব্লগারদের দৌলতে এটি যে মারুতির বড় বাজি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার সেই বহু চর্চিত গাড়ি লঞ্চ হল দেশে। সবথেকে বড় বিষয় আজই এর দাম প্রকাশ্যে এনেছে কোম্পানি।


Maruti Suzuki বেস সিগমা ভ্যারিয়েন্টের জন্য Fronx-এর দাম রাখা হয়েছে 7.47 লক্ষ টাকা, টপ-স্পেক আলফা টার্বো ভেরিয়েন্টের জন্য 13.14 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে ক্রেতাকে। মনে রাখবেন এগুলি সবই ফ্রঙ্কসের এক্স শোরুম প্রাইস। কিছুদিন আগেই দেশে প্রকাশ্য়ে এসেছিল Baleno-ভিত্তিক কুপে ক্রসওভার। জানুয়ারিতে অটো এক্সপোতে আত্মপ্রকাশ করেছিল এই গাড়ি। 11,000 টাকার টোকেন মানি দিয়েই  বুক করা যাচ্ছিল এই ক্রসওভার ৷ Fronx-এর দাম Baleno-র থেকে 86,000 টাকা বেশি। যদিও এর টপ এন্ডের দাম অনেক বেশি রেখেছে কোম্পানি। কারণ এতে একটি টার্বো-পেট্রোল ইঞ্জিনও রয়েছে।


Maruti Suzuki Fronx পাওয়ারট্রেন ও ভেরিয়েন্ট
নতুন ফ্রনক্স পাঁচটি ট্রিমে পাওয়া যাচ্ছে - সিগমা, ডেল্টা, ডেল্টা+, জেটা, আলফা।  সাতটি রঙে যথা আর্কটিক হোয়াইট, আর্থেন ব্রাউন, অপুলেন্ট রেড, স্প্লেন্ডিড সিলভার, ব্লুশ ব্ল্যাক, সেলেস্টিয়াল ব্লু ও গ্র্যান্ডিউর গ্রেতে দেখতে পাওয়া যাবে গাড়ি। আর্থের্ ব্রাউন, অপুলেন্ট রেড ও স্প্লেন্ডিড সিলভার রঙে ডুয়াল-টোন বিকল্প পাওয়া যাবে।


ফ্রঙ্কসে 1.0-লিটার বুস্টারজেট টার্বো-পেট্রোল ইঞ্জিনের প্রত্যাবর্তন ঘটেছে।  এই ইঞ্জিনটি 2017 সালে Baleno RS-এ প্রথম চালু করা হয়েছিল, কিন্তু কম চাহিদা ও BS6-এ স্থানান্তরিত হওয়ার কারণে এটি বন্ধ করা হয়েছিল। বুস্টারজেট টার্বো-পেট্রোল ইঞ্জিন 100hp ও 147Nm শক্তি দেয়। এটি একটি 5-স্পিড ম্যানুয়াল ও একটি 6-স্পিড টর্ক কনভার্টার স্বয়ংক্রিয়ভাবে যুক্ত। 


এছাড়াও একটি 90hp 1.2-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন ফ্রঙ্কসে রয়েছে। যা বিভিন্ন মারুতি গাড়িতে কাজ করে। এই ইঞ্জিনটি একটি 5-স্পিড ম্যানুয়াল বা 5-স্পিড AMT-র যুক্ত।


Maruti Suzuki Fronx ডিজাইন ও কারিগরি
Fronx একটি সোজা বনেট স্প্লিট হেডল্যাম্পের মতো কিছু ডিজাইনের উপাদান পায়, যা গাড়িটিকে দেখতে Maruti Suzuki এর ফ্ল্যাগশিপ গ্র্যান্ড ভিটারা SUV-এর মতো তৈরি করেছে। এটি ফাক্স স্কিড প্লেট ও ক্রোমের সঙ্গে চাঙ্কিয়ার ডিজাইন পেয়েছে। এই গাড়ি পিছনের বাম্পারের সঙ্গে স্কিড প্লেটও পাবেন। 17-ইঞ্চি মাল্টি-স্পোক অ্যালয়গুলি ফ্রঙ্কসের জন্য অনন্য অনুভূতি দেবে । এতে অন্য কোনও মারুতি মডেলের সঙ্গে শেয়ার করা হয়নি।


ফ্রনক্স ব্যালেনো হ্যাচব্যাক থেকে কিছু ডিজাইনের উপাদানও ধার করে, যেমন এতে একটি ঢালু রুফলাইন রয়েছে। ফ্রঙ্কস 3,995 এমএম লম্বা, 1,550 এমএম উচ্চতা ও 1,765 এমএম চওড়া – প্রায় ব্যালেনোর মতো।


Maruti Suzuki Fronx ভিতরে কেমন গাড়ি ?
 ফ্রনক্স দেখতে অনেকটা ব্যালেনো হ্যাচব্যাকের মতো, যার প্রধান হাইলাইট হল একটি বড় ফ্রি-স্ট্যান্ডিং, 9-ইঞ্চি টাচস্ক্রিন।  ব্যালেনো থেকে আলাদা যা ব্যবহার করা হয়েছে তা হল রং ও টেক্সচার। হ্যাচব্যাক নীল ও কালো অন্দরসজ্জার সামগ্রী রয়েছে এতে। এই কমপ্যাক্ট SUV কালো ও বাদামী পায় ইন্টেরিয়র পায়। এর টপ-স্পেক আলফা ট্রিমে ফ্রঙ্স একটি চামড়া-মোড়ানো স্টিয়ারিং হুইল, 360-ডিগ্রি ক্যামেরা, হেডস-আপ ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, সংযুক্ত গাড়ি প্রযুক্তি এবং 6 টি এয়ারব্যাগের মতো বৈশিষ্ট্যগুলি পায়। 


Maruti Suzuki Fronx প্রতিযোগিতা কাদের সঙ্গে ?
Fronx রেনল্ট কিগার, নিসান ম্যাগনাইট, হুন্ডাই ভেন্যু, মাহিন্দ্রা XUV300, Kia Sonet এবং Maruti Suzuki Brezza-এর মতো কমপ্যাক্ট SUV-সহ্গ প্রতিযোগিতায় নামবে৷


আরও পড়ুন : Royal Enfield Shotgun 650: রয়্যাল এনফিল্ড শটগান 650, লঞ্চের আগেই জেনে নিন বাইকের সম্ভাব্য বৈশিষ্ট্য


Car loan Information:

Calculate Car Loan EMI