Maruti Suzuki Grand Vitara: মারুতি সুজুকির নতুন গাড়ি Grand Vitara- র কথা প্রকাশ্যে আসার পর থেকেই সকলের নজর ছিল Hybrid ভার্সানের উপর। এক্ষেত্রে নজর কেড়েছিল গাড়ির 27.9 kmpl মাইলেজ। কিন্তু এই Hybrid ভার্সান ছাড়াও মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের Grand Vitara মডেলে একটি AWD সিস্টেমও লঞ্চ করেছিল। এই গুরুত্বপূর্ণ সংযোজন ছিল non-hybrid 1.5- এর ক্ষেত্রে। এবার দেখে নেওয়া যাক Maruti Suzuki Grand Vitara 1.5 AWD manual- এর ফার্স্ট লুক। সেই সঙ্গে জেনে নেওয়া যাক গাড়ির খুঁটিনাটি।
১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন সম্পন্ন গাড়ি অনেকটা Hybrid ইঞ্জিন যুক্ত গাড়ির মতোই। দু’ক্ষেত্রেই রয়েছে একই ধরনের চাকা। কিন্তু AWD ভার্সানের ক্ষেত্রে গাড়ির পিছনের অংশে রয়েছে AllGrip badge। জানা গিয়েছে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিতারা গাড়ির এই AllGrip সিস্টেমের সাহায্যে চালকরা অনেক বেশি সংখ্যক মোড পাবেন বেছে নেওয়ার জন্য। এফিসিয়েন্সির কাজে ডিফল্ট মোডের ক্ষেত্রে AWD সিস্টেম বেশিরভাগ সময়েই কাজ করে একটি 2WD মোড হিসেবে। আর যখন চালকের গ্রিপের প্রয়োজন হয় তখন চারটি চাকাতেই শক্তি প্রদান করা হয়। যে মোডগুলির কথা বলা হচ্ছিল সেখানে আটো, স্পোর্ট, স্নো এবং লক--- এই চারটি মোড বেছে নেওয়ার সুযোগ পাবেন চালকরা। Sport মোডে AWD System কাজ শুরু করলে গাড়ি কর্নারিং করার ক্ষেত্রে চালক ‘বেস্ট গ্রিপ’ পাবেন। যদি রাস্তা স্লিপারি বা পিছল থাকে সেক্ষেত্রে চালকের উচিত স্নো মোড এবং লক মোড অন করে গাড়ি চালানো। বৃষ্টি ভেজা বা পিছল রাস্তায় কাজে লাগে এই ফিচার।
ইঞ্জিন- এই গাড়িতে রয়েছে Maruti K-series Dual Jet, Dual VVT ইঞ্জিন। এর সঙ্গে যুক্ত রয়েছে Smart Hybrid এবং Start/Stop System। এর সাহায্যে ১০৩ বিএইচপি এবং ১৩৮ এনএম শক্তি উৎপন্ন হয়। এখানে AWD সিস্টেমে রয়েছে শুধু ৫ স্পিড ম্যানুয়াল সাপোর্ট।
ইন্টিরিয়র ডিজাইন- Hybrid মডেলের মতো ইন্টিরিয়র ডিজাইন রয়েছে এই AWD ভার্সানেও। এখানে রয়েছে একটি ম্যানুয়াল গিয়ারবক্স এবং একটি AWD কন্ট্রোলার। hybrid EV mode switch- এর পরিবর্তে রয়েছে উল্লিখিত ফিচার। এছাড়াও AWD ভার্সানে রয়েছে একটি ছোট ডিজিটাল স্ক্রিন। সেখানে রয়েছে analogue speedo। তবে বড় ফারাক রয়েছে বুট স্পেসের আয়তনে। হাইব্রিড ভার্সানের থেকে নন-হাইব্রিড ভার্সানে বুট স্পেসের আয়তন বেশি। top-end 2WD manual ভার্সানের থেকে অন্তত এক লক্ষ টাকা বেশি হবে AWD ভার্সানের দাম। গাড়ি লঞ্চ হবে সম্ভবত সেপ্টেম্বর মাসে। আর তখনই প্রকাশ্যে আসবে দাম।ᐧ
আরও পড়ুন- প্রকাশ্যে নতুন স্করপিওর অটোমেটিক মডেলের দাম, ডিজেল-পেট্রল কার মূল্য কত ?