Auto Expo 2023: দেশের বৃহত্তম গাড়ির মেলায় আত্মপ্রকাশের পর থেকেই চাহিদা তুঙ্গে এই দুই গাড়ির। মারুতির অফরোডার এসইউভি জিমনি (Maruti Suzuki Jimny)ও ক্রসওভার ফ্রংকস (Maruti Suzuki Fronx)ঘিরে শুরু হয়েছে নতুন উন্মাদনা। কোম্পানি জানিয়েছে, ইতিমধ্যেই এই দুই গাড়ির বিপুল সংখ্যক বুকিং করেছে ক্রেতা।


Maruti Suzuki Jimny: অটো এক্সপো 2023-এ Maruti Suzuki তিনটি বড় গাড়ি নিয়ে আসে। প্রথম দিনে কোম্পানি নতুন EXV বৈদ্যুতিক এসইউভির ভাবনা সামনে রাখে। যা কোম্পানির প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক SUV। এর পরদিনই কোম্পানি নতুন Fronx ও Jimny প্রাকাশ্যে আনে। কোম্পানি আনুষ্ঠানিকভাবে এই গাড়ির বুকিং চালু করার এক সপ্তাহ যেতেই সামনে এসেছে অফিসিয়াল নম্বর। যা শুনে অবাক হবেন আপনিও। আগামী দিনে মারুতি জিমনি যে দেশের বাজার দাপাবে তা আর বলার অপেক্ষা রাখে না।


Maruti Suzuki Jimny: কোন গাড়ির কতগুলি বুকিং ?
জিমনি এখনও পর্যন্ত ৯০০০-এরও বেশি বুকিং পেয়েছে। যেখানে Fronx ২৫০০টি অর্ডার পেয়েছে৷মারুতি গত সপ্তাহে এর বুকিংয়ের টাকা  ১১,০০০ থেকে ২৫০০০ টাকা করেছে। বুকিংয়ের টাকা বাড়িয়ে দেওয়ার পরও এর চাহিদা কমছে না। ইন্ডিয়া-স্পেক মডেলটিতে পাওয়া যাবে ৫ দরজা। এটি ভারতের পর অন্যান্য বাজারে পাঠানো হবে।


Maruti Suzuki Jimny এর বাকি নেক্সা গাড়িগুলির তুলনায় জিমনি হল আরও রাফ মডেল। যাতে বডি-অন-ফ্রেম, একটি পুরানো বক্সি ডিজাইন দেওয়া হয়েছে। এর আদল ও বড় কেবিন বাস্তবেই কাজে লাগবে। মডেলটি মাত্র দুটি ভেরিয়েন্টে বিক্রি হবে - জেটা ও আলফা। দুই গাড়ি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় গিয়ারবক্স ও ফোর-হুইল ড্রাইভ সহ বাজারে আসবে। মজার বিষয় হল, জিমনি গ্র্যান্ড ভিটারা ও XL6-এ দেখা মারুতির নতুন K15C-এর তুলনায় পুরানো K15B ইউনিট পায়। এটি 5-স্পিড ম্যানুয়াল বা 4-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স পাবে।


Maruti Suzuki Fronx: এদিকে Fronx মারুতির SUV লাইন-আপের বাকি অংশের মতো একটি ফ্রন্ট-হুইল ড্রাইভ মনোকোক SUV। ব্যালেনোর সঙ্গে এর সবকিছু শেয়ার করা হয়েছে। ফ্রনক্স গ্র্যান্ড ভিটারা ভিত্তিক ডিজাইনের সহ্গে লেটেস্ট নেক্সা ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনুসরণ করে। যদিও ব্যালেনোর কুপের মতো রুফলাইন পাওয়া যাবে এতে । ফ্রনক্স পেট্রোল ইঞ্জিনের একটি  1.2-লিটার ইঞ্জিন পাবে। কে-সিরিজ পেট্রোল ও 1.0-লিটার বুস্টারজেট টার্বো-পেট্রোল দেখা যাবে এই গাড়িতে। আগামী মাসে লঞ্চ হবে এই গাড়ি।


আরও পড়ুন: Tata New SUV: ইলেকট্রিক ও পেট্রোলে পাওয়া যাবে টাটা সিয়েরা, টক্কর হবে মহিন্দ্রা স্করপিও এন-এর সঙ্গে


Car loan Information:

Calculate Car Loan EMI