Suzuki Jimny SUV: মারুতি সুজুকি জিমনি (Maruti Suzuki Jimny) ভারতের বাজারে লঞ্চ করার পর থেকেই শুরু হয়েছিল কৌতূহল। গ্রাহকদের কাছ থেকে অসাধারণ সাড়া পাচ্ছে এই অফরোডার এসইউভি। জানুয়ারিতে অনুষ্ঠিত অটো এক্সপোতে এই গাড়ি শোকেস করার পর থেকেই খোলা হয়েছে এর বুকিং। 


এখনও পর্যন্ত কোম্পানি এই অফ রোড গাড়ির জন্য 23,500 টিরও বেশি বুকিং পেয়েছে। যদিও কোম্পানিটি এখনও এর দাম ঘোষণা করেনি। অভ্যন্তরীণ বাজারে এটি মহিন্দ্রা থার ও ফোর্স গুর্খার মতো অফ রোড গাড়িগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে।


মারুতি জিমনি শোকেসের সময়


Maruti Suzuki নেক্সা ডিলারশিপে তার অফ রোড SUV গাড়ি জিমনি দেখাচ্ছে। এই শোকেস বিভিন্ন শহরে বিভিন্ন পর্যায়ে করা হবে। যা 26 মার্চ থেকে শুরু হয়েছে ও 7 এপ্রিল 2023 পর্যন্ত চলবে৷ প্রথম পর্যায়ে, কোম্পানি 9টি শহরে 30টি ডিলারশিপে তার অফ-রোড গাড়ি শোকেস করবে৷ এর মধ্যে রয়েছে দিল্লি এনসিআর, মুম্বাই, আহমেদাবাদ, চণ্ডীগড়, মোহালি, লুধিয়ানা, রায়পুর, ভুবনেশ্বর ও বেঙ্গালুরু। এই মুহূর্তে কোম্পানি কেবল এই গাড়িটি শোকেস করছে। পরবর্তীতে এর টেস্ট ড্রাইভ শুরু করা হবে।


দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে


মারুতি সুজুকি এই গাড়িটি দুটি ভেরিয়েন্টে (জেটা ও আলফা) বিক্রি করবে। কোম্পানি এটি ব্রেজা ও গ্র্যান্ড ভিতারার মধ্যের বিভাগে নিয়ে আসছে। মারুতির জিমনি 5-ডোর এর 3-ডোর ভেরিয়েন্টের চেয়ে বেশি পছন্দ করছেন ক্রেতারা। বাস্তবের সঙ্গে এই ভেরিয়েন্টের যোগ বেশি বলেই এর বেক্রিও বেশি হবে বলে আশা করছে মারুতি। 


দাম ও প্রতিযোগিতা


মারুতির এই অফ রোড কারটি এর সেগমেন্টে দুটি গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামবে। যার মধ্যে প্রথমটি হল মহিন্দ্রার থার, যার দাম 9.99 লক্ষ থেকে 16.49 লক্ষ টাকা পর্যন্ত ও দ্বিতীয় নম্বরে রয়েছে ফোর্স গুর্খা অফ-রোডিং কার, যার দাম 14.74 লক্ষ টাকা৷


Compact SUV: কমপ্যাক্ট এসইউভির লড়াইয়ে বাজারে আসছে আরও এক মডেল। হুন্ডাই প্রকাশ্য়ে আনল তাদের নতুন ছোট এসইউভি মুফাসা। অফ-রোড ফিচারের কথা মাথায় রেখেই কোম্পানি এই SUV লঞ্চ করেছে। কোম্পানি আগামী মাসের সাংহাই অটো শো-তে এই গাড়ির প্রোডাকশন ভেরিয়েন্ট উন্মোচন করবে। জুনে এটি লঞ্চ করতে পারে হুন্ডাই। কোম্পানি আপাতত এই গাড়িটি কেবল চিনে বিক্রি করবে।


আরও পড়ুন : Hyundai Mufasa : অফরোডারের বাজার ধরতে হুন্ডাইয়ের নতুন কৌশল, প্রকাশ্যে এল এসইউভি মুফাসা


Car loan Information:

Calculate Car Loan EMI