নয়াদিল্লি: পুজোর মরসুমে গাড়ি কেনার কথা ভাবছেন ? অপশন হিসাবে দেখতেই পারেন দেশের সর্বাধিক বিক্রিত কার মারুতি-সুজুকির আগামী গাড়িগুলি। শীঘ্রই ভারতের বাজারে ৪টি নতুন গাড়ি আনতে চলেছে কোম্পানি। কিছুদিন অপেক্ষা করলে পেতে পারেন আরও নতুন অপশন। 


১ Maruti Suzuki Celerio: 
ভারতের বাজারে সবার আগে আসার কথা Maruti Suzuki Celerio-র। চলতি বছরেই নতুনভাবে আসার কথা এই গাড়ির। সেলেরিওর কোডনাম দেওয়া হয়েছে 'YNC'। নতুন মডেলের ভিতরে বেশকিছু পরিবর্তন করেছে কোম্পানি। হ্যাচব্যাকে অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট-সহ ৭ ইঞ্চি স্মার্ট প্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে গাড়িতে। এর সঙ্গে গাড়ির ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল এবং সেন্টার কনসোলও আপডেট করা হচ্ছে। ডুয়েল টোন ইন্টিরিয়র দেওয়া হতে পারে গাড়িতে।


একবার ভারতের বাজারে লঞ্চ হলে Hyundai Santro, Tata Tiago ও Datsun Go-এর সঙ্গে লড়াই হবে মারুতি সেলেরিওর। অতীতে মারুতির এই গাড়ি খুব একটা ভাল মার্কেট ধরতে পারেনি। অন্য সেগমেন্টে কোম্পানির গাড়ি এগিয়ে গেলেও বিক্রির হিসেবে পিছিয়ে পড়েছে এই গাড়ি। তাই নতুন করে এই গাড়ি নিয়ে আশায় বুক বাঁধছে কোম্পানি। 


২ Maruti Suzuki S-Cross:
সম্প্রতি অফরোডারের একটি টিজার ছাড়ে মারুতি সুজকি। যেখানে বলা হয়, " নতুন কোনও গাড়ি এসেছে। যা বিভিন্ন ধরনের রাস্তায় ওয়াইল্ড অ্যাডভেঞ্চারাস রাইড নিয়ে বেড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই গাড়ির নাম কী ? " নেক্সার এই টিজারে কৌতূহল জাগে অটো ব্লগারদের মধ্যে। জিপসি বহুদিন দেশের বাজারে বন্ধ হওয়ায় সবাই ধরে নেন, এবার জিমনি আনছে কোম্পানি। যদিও এই ভুল শুধরে দিয়ে মারুতি জানিয়েছে, শীঘ্রই দেশে লঞ্চ হতে চলেছে S-Cross।


৩ Maruti Suzuki Baleno SUV
YTB কোড নেমে তৈরি হচ্ছে গাড়ি- সূত্রের খবর, ৪ মিটারের কম দৈর্ঘ্যের সেগমেন্টে এই মিনি এসইউভিকে লঞ্চ করবে মারুতি। যার মধ্যে গাড়িতে শার্প ক্যারেকটার লাইন দেওয়া হবে। হ্যাচব্যাকের সাইজে দেখতে হলেও Vitara Brezza ও S-Presso-র থেকে ছোট হবে এই গাড়ি। নতুন এই মিনি এসইউভির কাজ শুরু করে দিয়েছে কোম্পানি। যার কোড নেম দেওয়া হয়েছে YTB। ভারতে মারুতির হার্টটেক প্লাটফর্মে তৈরি হচ্ছে এই নতুন এসইউভি। আগে  মারুতি সুজুকির S-Presso, Ertiga, XL6, Ignis Wagon R সব গাড়ি এই প্লাটফর্মে তৈরি হয়েছে। বডি শক্তিশালী হলেও ওজনে বেশি ভারী হয় না এই গাড়িগুলি।


৪ Maruti Suzuki Jimny: 
আন্তর্জাতিক বাজারে অনেক আগে থেকেই চলছে মারুতি-সুজুকির এই গাড়ি। হরিয়ানার মানেসর প্লান্টে তৈরি হয় মারুতি সুজুকি জিমনির তিনটি দরজার ভ্যারিয়েন্ট। যা এখান থেকেই বিশ্ব বাজারে রফতানি করা হয়। ভারতের বাজারে এলে এই গাড়ির সঙ্গে সরাসরি টক্কর হবে মহিন্দ্রা থার ও ফোর্স গুরখার। যদিও থার ও গুরখার থেকে সাইজে ছোট হতে পারে এই অফরোডার এসইউভি। চার মিটারের মধ্যে বা তার থেকে সামান্য বড় হতে পারে এই গাড়ি। তবে টল স্টান্স আর ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য বিশ্ববাজারে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে মারুতির এই গাড়ি। 


আরও পড়ুন   Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা


আরও পড়ুন : Royal Enfield Update: মিলানের অটো শোয়ে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক ! কী নাম দিয়েছে কোম্পানি ?