Microlino Electric Car: টাটা ন্যানোর থেকে ছোট হলেও নজরকাড়া চেহারা। এবার বিশ্ববাজারে চর্চার বিষয় হয়ে উঠল এই ইলেকট্রিক কার। Microlino নামের এই ইভি নিয়ে কৌতূহল বেড়েই চলেছে গাড়ি বাজারে।


EV Microlino Car: বাজারে আসার আগেই ৩০,০০০ বুকিং 
ছোট সাধারণ গাড়ির মতো দেখতে হলেও এটি একটি চার চাকার বৈদ্যুতিক গাড়ি। রিপোর্ট বলছে, গাড়িটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই ৩০,০০০ বুকিং পেয়েছে। যা বলে দিচ্ছে গাড়ির প্রতি মানুষের আগ্রহের কথা।




Microlino Electric Car: বাইক না গাড়ি মাইক্রোলিনো ?
মাইক্রোলিনো একটি সুইস ডিজাইনের বৈদ্যুতিক গাড়ি। এটি একটি গাড়ির মতো মনে হলেও আদতে একে গাড়ি ও মোটরবাইকের মাঝখানে রাখা চলে। গাড়ির তুলনায় গাড়িটি অনেক ছোট দেখতে। দেখে মনেই হতে পারে, বাইকের ওপর কেউ গাড়ির আচ্ছাদন দিয়ে দিযেছে। তবে এই ছোট গাড়ির মধ্যেও পাবেন স্টোরেজ অপশন। এই ইলেকট্রিক গাড়িতে দু'জন বসার জায়গা রয়েছে। গাড়িতে এরপরেও পাবেন ২৩০ লিটারের বুটস্পেস। 


EV Microlino Car: কত রেঞ্জ দেয় গাড়ি ?
এই গাড়ির ওজন মাত্র ৫৩৫ কেজি। মজার বিষয় হল ঘণ্টায় ৯০ কিমি গতিতে চলতে পারে এই গাড়ি। এর বেস মডেলের রেঞ্জ ১১৫ কিলোমিটার। কোম্পানির মতে, এক চার্জে গাড়িটি প্রায় এক সপ্তাহ শহরে চলাচল করতে পারে।


Microlino Electric Car: আসলে চার চাকার সাইকেল ?
মাইক্রোলিনো হল ইউরোপের একটি ক্লাস L7e যান, যার অর্থ হল এটি টেকনিক্যালি একটি চার চাকার সাইকেল। যদিও এটি ডিজাইন করা হয়েছে একটি কমপ্যাক্ট গাড়ির মতো। এতে একটি ইউনিবডি চ্যাসি, ছোট ব্যাটারি ও নামমাত্র কার্বন ফুটপ্রিন্ট রয়েছে। এর ৯০ শতাংশ উপাদান ইউরোপে তৈরি।



 


EV Microlino Car: দাম কত গাড়ির ? 
গাড়িটি ইতিমধ্যে ৩০ হাজারের বুকিং পেয়েছে। এটি প্রাথমিকভাবে সুইজারল্যান্ডে 15,340 ডলার (প্রায় 12 লক্ষ টাকা) মূল্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইউরোপে, এটি 13,400 ডলারে (প্রায় 10.5 লক্ষ টাকা) তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি ইতালির তুরিনে মাইক্রোলিনো তৈরি করছে। 


আরও পড়ুন : Mahindra Scorpio N: নিজের বিভাগে সবথেকে বড় এসইউভি ! জানেন নতুন মহিন্দ্রা স্করপিওর দৈর্ঘ্য