নয়াদিল্লি: বিশ্বের টেক জায়ান্ট অ্যাপলকে (Apple) টেক্কা দিল মাইক্রোসফট (Microsoft)। বাজারে মূলধনের ভিত্তিতে আইফোন প্রস্তুতকারী কোম্পানিকে টপকে গেল উইন্ডোজ অপারেটিং সিস্টেম মেকার। শুক্রবার অ্যাপলের শেয়ার ২ শতাংশ কমায় সেরার শিরোপা ওঠে মাইক্রোসফটের মাথায়।
রয়টার্সের রিপোর্ট বলছে, বিশ্বে প্রযুক্তির বাজারে একাধিক সামগ্রী না মেলায় এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে অ্যাপলকে(Apple)। সেই কারণে Wall Street -এর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় কুপারচিনো টেক জায়ান্ট। রাতারাতি পড়ে যায় কোম্পানির শেয়ার। ২ শতাংশ শেয়ার পড়ে যাওয়ায় সেই জায়গায় চলে আসে মাইক্রোসফট(Microsoft)। বাজারে মূলধনের পরিমাণের ভিত্তিতে অ্যাপলকে ছাড়িয়ে যায় এই কোম্পানি।
ফোর্থ কোয়ার্টারে ৬ বিলিয়ন ডলারের ধাক্কা খায় 'টিম অ্যাপল'। কোম্পানির সিইও টিম কুক জানিয়েছেন, সেলসের এই ধাক্কাটা আরও বড় হতে পারে। এ প্রসঙ্গে বাজার বিশেষজ্ঞ হারগ্রিভস ল্যান্সডাউন-এর Sophie Lund-Yates জানিয়েছেন, মূলত সাপ্লাই চেনে সমস্যা সৃষ্টি হওয়ায় মারাত্মক ভুগতে হচ্ছে অ্যাপলকে। যার জেরে ১.৮ শতাংশ পড়ে গিয়েছে অ্যাপলের শেয়ার।
আরও পড়ুন : Bajaj Pulsar 250 Launched: এসে গেল নতুন বাজাজ পালসার ২৫০, দেখে নিন প্রথম ছবি
সেই জায়গায় বেড়েছে মাইক্রোসফটের শেয়ার। যা রেকর্ড হাই ২.২শতাংশ বৃদ্ধি পেয়েছে। মরসুমে যার ফলে উইন্ডোজ মেকারের হাতে এসেছে বাজারের মূলধনের ২.৪৯ ট্রিলিয়ন ডলার। পরিসংখ্যান বলছে, চলতি বছরে ব্যাপক বৃদ্ধি হয়েছে মাইক্রোসফটের। বিশেষ করে লকডাউনের সময় ক্লাউড বেসড সার্ভিস বেড়ে যাওয়ায় মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে ৪৯ শতাংশ।
আরও পড়ুন : BYD Electric MPV e6 এল ভারতে, দেখে নিন দাম ফিচার ও স্পেকস
আরও পড়ুন Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা