নয়াদিল্লি: বক্সঅফিসে বাজিমাত করেছে 'পুষ্পা ২: দ্য রুল'। কিন্তু বিপদ কাটছে না অভিনেতা অল্লু অর্জুনের। ছবির প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার পর্যন্ত হতে হয়েছে। একের পর এক মামলা-মকদ্দমা হয়েই চলেছে সেই থেকে। এমন পরিস্থিতিতে নিহত মহিলার পরিবারকে ২ কোটি টাকা ঘোষণা করলেন অভিনেতার বাবা। (Allu Arjun)
বুধবার বিকেলে এই ঘোষণা করলেন অল্লুর বাবা অল্লু অরবিন্দ। জানিয়েছেন, অল্লু নিজে ১ কোটি টাকা দেবেন মৃতার পরিবারকে। বাকি ১ কোটি টাকা দেওয়া হবে ছবির প্রযোজনা সংস্থা Mythri Movie Makers এবং পরিচালক সুকুমারের তরফে। ক্ষতিপূরণ হিসেবেই মৃতার পরিবারকে ওই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অল্লু অরবিন্দ। (Allu Arvind)
অল্লু অরবিন্দ জানিয়েছেন, মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছেন তাঁরা। ২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যাতে মৃতার আট বছর বয়সি ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা না থাকে। আট বছরের শ্রীতেজ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। পদপিষ্ট হয়ে আহত হয় শিশুটিও। হাসপাতালে তার অবস্থাও আশঙ্কাজনক। কৃত্রিম শ্বাসযন্ত্রের উপর নির্ভর সে।
অল্লু অরবিন্দ বলেন, "ওই পরিবার এবং শিশুটির পাশে দাঁড়াতে চাই আমরা। ও হাসপাতাল থেকে বেরনোর পর যেন কোনও সমস্যা না হয়। তাই আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" তেলঙ্গানা ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপার্সন দিল রাজুর হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মামলা যেহেতু বিচারাধীন, পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে নিষেধ করেছেন অভিনেতার আইনজীবী। তাই দিল রাজুর হাত দিয়ে ওই টাকা পাঠানো হবে। মধ্যস্থতা করার জন্য দিল রাজুকে ধন্যবাদও জানান অল্লু অরবিন্দ
শিশুটির স্বাস্থ্য নিয়েও কথা বলেন অল্লু অরবিন্দ। জানিয়েছেন, হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে তাঁর। ছেলেটি সুস্থ হয়ে উঠছে। আপাতত ভেন্টিলেটর থেকে সরানো হয়েছে শিশুটিকে। নিজে নিজে শ্বাসও নিতে পারছে সে। শীঘ্রই ছেলেটি সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে আশাবাদী অল্লু অরবিন্দ।