নয়াদিল্লি: চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার নিয়ে খুবই হতাশাজনক ভবিষ্যদ্বাণী করল মুডিজ ইনভেস্টরস সার্ভিস। বৃদ্ধির আশা তো নেই-ই, উল্টে অর্থনীতির ব্যাপক সঙ্কোচনের পূর্বাভাস দিল তারা। আগের হিসাব ছিল ৪ শতাংশ হারে সঙ্কোচন হবে, মুডিজের অনুমান,তা বেড়ে সাড়ে ১১ শতাংশ হবে।
আরেক বিশ্বব্য়াপী পরিচিত রেটিং এজেন্সি ফিচও চলতি সপ্তাহে বর্তমান অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির সাড়ে ১০ শতাংশ হারে সঙ্কোচন হতে পারে বলে হিসাব দিয়েছে। দেশীয় রেটিং এজেন্সি ক্রাইসিল, ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ যথাক্রমে ৯ ও ১১.৮ শতাংশ সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছে।
মুডিজ বলেছে, কম বৃদ্ধি, ব্য়াপক ঋণের বোঝা ও দুর্বল আর্থিক সিস্টেমের জেরে ভারতের অর্থনৈতিক স্বাস্থ্য বেহাল হচ্ছে ক্রমশঃ। এই ঝুঁকি, বিপদ আরও গভীর হয়েছে করোনাভাইরাস অতিমারির ধাক্কায়।
চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির ১১.৫ শতাংশ হারে সঙ্কোচনের পূর্বাভাস দিয়ে মুডিজ আরও বলেছে, অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার সঙ্কট আরও গভীর হলে অর্থনীতির শক্তি আরও কমবে, তাতে ধস নামবে, যার জেরে ক্রেডিট প্রোফাইল অর্থাত ঋণপ্রাপ্তির যোগ্যতা মার খাবে।
২০২১-২২ অর্থবর্ষে অবশ্য ভারতীয় অর্থনীতির ১০.৬ শতাংশ বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছে মুডিজ।
চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির সঙ্কোচন হতে পারে ১১.৫ শতাংশ, পূর্বাভাস মুডিজ-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Sep 2020 08:14 PM (IST)
মুডিজ বলেছে, কম বৃদ্ধি, ব্য়াপক ঋণের বোঝা ও দুর্বল আর্থিক সিস্টেমের জেরে ভারতের অর্থনৈতিক স্বাস্থ্য বেহাল হচ্ছে ক্রমশঃ। এই ঝুঁকি, বিপদ আরও গভীর হয়েছে করোনাভাইরাস অতিমারির ধাক্কায়।
NEXT
PREV
ব্যবসা-বাণিজ্য (business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -