কলকাতা: মেট্রোর পর এবার কি পুজোর আগেই চালু হতে চলেছে লোকাল ট্রেনও? অন্তত রেলের তরফে এমন একটা ইঙ্গিত মিলেছে।
সূত্রের খবর, রেল চায় পুজোর আগেই রাজ্যে লোকাল ট্রেন চালু করতে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য় সরকারের সঙ্গে আলোচনা করেই।
সোমবার থেকে চালু হতে চলেছে কলকাতা মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রো। সেখানে কী পরিস্থিতি দাঁড়ায় তা আগে খতিয়ে দেখতে চায় রেল।
প্রসঙ্গত, এরাজ্যে রেলের দুটি শাখার লোকাল ট্রেন চলে। একটি পূর্ব ও আরেকটি দক্ষিণ-পূর্ব শাখা। দুটি শাখার কর্তারা এওখন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন।
এখানে বলে রাখা প্রয়োজন, মেট্রোয় প্রবেশ রেস্ট্রিক্টেড হলেও রেল হল উন্মুক্ত। ফলে, এখানে সুরক্ষা ও দূরত্ব বিধি মানা একটা বড় চ্যালেঞ্জ। লোকালে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ? সবদিক খতিয়ে দেখা হচ্ছে।