SBI: সরকারি খাতের টেলিকম কোম্পানি এমটিএনএল সমস্যায় জর্জরিত। প্রবল ঋণের বোঝা, ডুবতে বসেছে এই টেলিকম অপারেটর সংস্থা। আর সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মহানগর টেলিফোন নিগম লিমিটেড (MTNL) সংক্ষেপে এমটিএনএলকে নন পারফর্মিং অ্যাসেট বলে ঘোষণা করেছে। এসবিআই থেকে নেওয়া ৩২৫.৫৩ কোটি টাকার ঋণ (SBI Loan) শোধ করতে হবে এমটিএনএলকে। এসবিআই জানিয়েছে যে সময়মত এই ঋণ পরিশোধ না করতে পারলে এমটিএনএলের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও শুরু করবে ব্যাঙ্ক।


৩২৫ কোটি টাকা দিতে হবে এমটিএনএলকে


মহানগর টেলিফোন নিগম লিমিটেড সংক্ষেপে এমটিএনএল তার এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া এই সংস্থার ঋণকে নন পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত করেছে। ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে এমটিএনএলকে এই ঋণ পরিশোধের কথা বলা হয়েছিল। এর আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও অন্যান্য ব্যাঙ্কগুলি ৯ সেপ্টেম্বর এমটিএনএলের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। এসবিআই টেলিকম সংস্থাকে পাঠানো তার একটি চিঠিতে লিখেছে যে এমটিএনএল ৩০ জুন পর্যন্ত ঋণের কিস্তি শোধ করতে ব্যর্থ হয়েছে, এর ৯০ দিন পরে অর্থাৎ ২৮ সেপ্টেম্বর তারিখে এমটিএনএলের ঋণ অ্যাকাউন্টকে নন পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত করা হয়েছে।


টেলিকম সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে অন্য ব্যাঙ্কগুলিও


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্ত এমটিএনএলের জন্য প্রবল ঝামেলার কারণ হতে পারে। অবিলম্বে ঋণ পরিশোধের দাবি জানিয়েছে এসবিআই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমটিএনএলকে ৩২৫.৫২ কোটি টাকার বকেয়া ঋণের মধ্যে ২৮১.৬২ কোটি টাকা অবিলম্বে শোধ করতে বলেছে যাতে আবার তার ঋণের অ্যাকাউন্ট খোলা যায়। এই টাকা শোধ দিতে না পারলে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও এর বিরুদ্ধে একইরকম ব্যবস্থা নিতে পারে। এছাড়া পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্কও এই বিষয়ে শীঘ্রই পদক্ষেপ করতে চলেছে।


মুম্বই-দিল্লিতে ১৫৮টি সম্পত্তি বিক্রির প্রস্তুতি নিচ্ছে এমটিএনএল


৩০ অগাস্ট ২০২৪ পর্যন্ত এমটিএনএল সংস্থার ঋণ ছিল মোট ৩১,৯৪৪.৫১ কোটি টাকা। এই সংস্থা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে অগাস্ট মাসে এমটিএনএল ৪২২.০৫ কোটি টাকার ঋণ শোধ করতে ব্যর্থ হয়েছে। এতে বহু ব্যাঙ্কের অনেক টাকাই জড়িয়েছিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমটিএনএলের থেকে ক্যাশ ফ্লো-এর তথ্যও চেয়ে পাঠিয়েছে। মুম্বই ও দিল্লিতে ১৫৮টি সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করছে এমটিএনএল। তাছাড়া অনেক জায়গা ভাড়া হিসেবেও দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।


আরও পড়ুন: Success Story: ১০ হাজার টাকায় ব্যবসা শুরু, আজ ৪১৫০ কোটির মালিক; অনুপ্রেরণা দেবে পদ্মশ্রী-প্রাপক শশী সোনির কাহিনি