Business News: ফের একবার খুনের হুমকি পেলেন ধনকুবের মুকেশ অম্বানি (Mukesh Ambani)। এই নিয়ে তৃতীয়বার হত্যার হুমকি দেওয়া হয়েছে এশিয়া তথা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিকে। এবার হুমকিদাতা ব্যক্তি ৪০০ কোটি টাকা দাবি করেছেন। এর আগেও দুবার হত্যার হুমকি পেয়েছিলেন মুকেশ অম্বানি। প্রথমবার মুকেশ অম্বানির কাছে ২০ কোটি টাকা দাবি করেছিল হুমকিদাতা। দ্বিতীয়বার সেই পরিমাণ বেড়ে হয়েছিল ২০০ কোটি টাকা।
Mukesh Ambani Threat: কী বলা হয়েছে হুমকিচিঠিতে
সোমবার পাঠানো ইমেইলে বলা হয়েছে,পুলিশ আমাকে খুঁজে না পেলে গ্রেফতার করতে পারবে না। তৃতীয় হুমকি ইমেলটিও একই ঠিকানা থেকে এসেছে। যে ঠিকানা থেকে আগের দুটি হুমকি ইমেল এসেছিল, সেখান থেকেই এসেছে এই হুমকি। তৃতীয় মেইলে তোলার পরিমাণ দ্বিগুণ করে ৪০০ কোটি টাকা দেওয়ার দাবি করেছে হুমকিদাতা।
Mukesh Ambani Threat: এই তথ্য খতিয়ে দেখছে মুম্বই পুলিশ
ইতিমধ্যেই এই হুমকিচিঠির তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। উভয় মেইলের তদন্তে নেমে কোথা থেকে চিঠি আসছে তা খুঁজে বের করা হচ্ছে। বেলজিয়ামের একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানি (ভিপিএন) থেকে পাঠানো হুমকিমূলক মেইলের তথ্য পেতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে পুলিশ। বলা হচ্ছে এর আইপি ঠিকানা বেলজিয়ামের এবং এই মেইলটি পাঠানো হয়েছে shadabkhan@mailfence.com থেকে। পুলিশ ধারণা করছে যে ব্যক্তি হুমকি দিচ্ছে সে অন্য দেশের হতে পারে। এটি বিভ্রান্ত করার জন্য বেলজিয়ান ভিপিএন ব্যবহার করছে।
Mukesh Ambani Threat: 'পুলিশ আমাকে গ্রেফতার করতে পারবে না'
ইমেইলে হুমকিদাতা অম্বানিকে বলেছে- আপনার নিরাপত্তা কতটা কঠোর তা বিবেচ্য নয়। পুলিশ আমাকে ট্র্যাক করে গ্রেফতার করতে পারবে না। এই হুমকির পর অম্বানির দক্ষিণ মুম্বাইয়ের বাসভবনের নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ।
Mukesh Ambani Threat: অম্বানির নিরাপত্তা ইনচার্জের অভিযোগের ভিত্তিতে, পুলিশ আইপিসির 387 এবং 506 (2) ধারায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রথম হুমকিমূলক মেইলটি 27 অক্টোবর মুকেশ অম্বানিকে পাঠানো হয়েছিল। পরের দিন 200 কোটি টাকার দাবি করে আসে দ্বিতীয় মেইল।