Cyber Fraud: 'গোপন কথাটি রবে না গোপনে'! আপনার-আমার আধার সহ (Aadhaar Card)  গুরুত্বপূর্ণ তথ্য় চলে গিয়েছে প্রতারকদের হাতে। ফলে অনলাইনে আর্থিক জালিয়াতির(Cyber Crime) মুখোমুখি হতে পারেন আপনি। সম্প্রতি এই চাঞ্চল্যকর দাবি করেছে আমেরিকা  ভিত্তিক সাইবার নিরাপত্তা (Cyber Security সংস্থা রিসিকিউরিটি  (Resecurity)।


কী কী তথ্য় চুরি গেছে
সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, প্রায় 815 মিলিয়ন বা 81.5 কোটি ভারতবাসীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নাম, ফোন নম্বর, ঠিকানা, আধার, পাসপোর্টের তথ্য সহ ডেটা অনলাইনে বিক্রির জন্য দিয়েছে হ্যাকাররা। একটি ব্লগপোস্টে রিসিকিউরিটি লিখেছে, "9 অক্টোবর, 'pwn0001' নামে হুমকিদাতা 815 মিলিয়ন "ভারতীয় নাগরিকের আধার এবং পাসপোর্ট" রেকর্ডের অ্যাক্সেস ব্রোকিং ফোরামে একটি থ্রেড পোস্ট করেছে।" যা সত্যিই চিন্তার বিষয়,কারণ সমগ্র ভারতের জনসংখ্যা 1.486 বিলিয়ন।"


কত টাকায় বিক্রি হচ্ছে ভারতীয়দের ডেটা
রিসিকিউরিটি  জানিয়েছে, এই খবর পাওয়ার পরই HUNTER (HUMINT) ইউনিটের তদন্তকারীরা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তারা জানতে পারে 80,000 ডলারে সম্পূর্ণ আধার এবং ভারতীয় পাসপোর্ট ডেটাবেস বিক্রি করতে ইচ্ছুক ওই হ্যাকার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) বর্তমানে হ্যাকার "pwn0001" এই তথ্যের বিষয়ে তদন্ত শুরু করছে।


কোথা থেকে তথ্য় ফাঁস
একটি সংবাদমাধ্যমের রিপোর্টে আরও বলা হয়েছে যে,এক্স-এর একজন হ্যাকার জানিয়েছে- “ভারতের সবচেয়ে বড় ডেটা ব্রিচের ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে।  কোভিড-১৯-এর ৮০ কোটিরও বেশি ভারতীয়ের ব্যক্তিগত ডেটা ফাঁস করেছে হ্যাকাররা। ভারতীয়দের ফাঁস হওয়া ডেটার মধ্যে রয়েছে, নাম, বাবার নাম, ফোন নম্বর, অন্যান্য নম্বর, পাসপোর্ট নম্বর, আধার নম্বর , বয়স ছাড়াও আরও অনেককিছু।


এর আগেও ঘটেছে এই ঘটনা
তবে ভারতে ডেটা ফাঁসের খবর নতুন নয়। জুনের শুরুতে একটি টেলিগ্রাম মেসেঞ্জার চ্যানেলের মাধ্যমে CoWin ওয়েবসাইট থেকে ভিভিআইপিসহ টিকাপ্রাপ্ত নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পরে সরকার ডেটা চুরির বিষয়ে তদন্ত শুরু করেছিল।


তথ্য চুরির দাবি স্বাভাবিকভাবেই সরকারের কাছে একটি বড় ধাক্কা। মূলত, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে ডিজিটাল করার জন্য পদক্ষেপ নিচ্ছে। যেখানে বায়োমেট্রিক সনাক্তকরণ নম্বর আধার, ব্যক্তির মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির উপর ভিত্তি করে ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) তৈরি করেছে। যা দেশের নাগরিকদের নিত্য নতুন সুবিধা দেওয়ার জন্যই দেওয়া হয়েছে।


কীভাবে বুঝবেন কোন মোবাইল নম্বরে লিঙ্ক রয়েছে আপনার আধার ?