Isha Ambani News: বড় ছেলে আকাশ অম্বানির হাতে রিলায়েন্স জিওর দায়িত্ব তুলে দিয়েছেন সম্প্রতি। শোনা যাচ্ছে, এবার কোম্পানির খুচরো ব্যবসা রিলায়েন্স রিটেইলের (Reliance Retail) দায়িত্ব যেতে পারে মুকেশের কন্যা ইশা অম্বানির হাতে। শীঘ্রই এই ঘোষণা করতে পারে রিলায়েন্স বোর্ড।
Reliance Retail: কোম্পানির নীল নকশা তৈরি করেছেন মুকেশ অম্বানি
মঙ্গলবার ২৭ জুন আকাশ অম্বানিকে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আকাশ অম্বানি ২০১৪ সালে রিলায়েন্স জিওর বোর্ডে যোগ দেন। আসলে, ২৭ জুন রিলায়েন্স জিও-র বোর্ডের একটি সভা হয়েছিল। সেই বৈঠকে আকাশ অম্বানিকে কোম্পানির চেয়ারম্যান করার বিষয়ে বোর্ড অনুমোদন দেয়।
Isha Ambani News: রিলায়েন্স রিটেলের বৈঠকে হবে সিদ্ধান্ত !
সূত্রের খবর, ইশা অম্বানিকে রিলায়েন্স রিটেলের চেয়ারপার্সন করা হতে পারে। শীঘ্রই রিলায়েন্স রিটেলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রিলায়েন্স গ্রুপের খুচরো ব্যবসা ইশা আম্বানির হাতে তুলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। কোম্পানি ঘনিষ্ঠরা জানিয়েছেন, উত্তরসূরিদের জন্য একটি নীলনকশা তৈরি করেছেন মুকেশ অম্বানি। সেই কারণেই কোম্পানির ডিরেক্টর পদ থেকে সরে গিয়েছেন তিনি।
Mukesh Ambani Resigns: আরও দায়িত্ব কাদের ওপর ?
সম্প্রতি রিলায়েন্স জিও তার বোর্ড মিটিংয়ে পঙ্কজ মোহন পাওয়ারকে ম্যানেজমেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। তবে এর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে। এছাড়াও কোম্পানির অ্যাডিশনাল ডিরেক্টর হিসাবে রামিন্দর সিং গুজরাল ও কেভি চৌধুরীকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Reliance Jio Update: দেশের সবথেকে বড় টেলিকম কোম্পানি
রিলায়েন্স জিও বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি, যা 2021-22 এর চতুর্থ ত্রৈমাসিকে 4,171 কোটি টাকার নেট লাভ ঘোষণা করেছে। পাশাপাশি কোম্পানির রাজস্ব 17,358 কোটি টাকা থেকে 20,901 কোটি টাকা 20.4 শতাংশ বেড়েছে। যা শেয়ার বাজারে কোম্পানির ওপর আস্থা বাড়িয়েছে বিনিয়োগকারীদের।
আরও পড়ুন: FD Rate Hike: ফিক্সড ডিপোজিটে আরও সুদ, এই ব্যাঙ্ক দিচ্ছে দারুণ সুযোগ