Stock Market: পেনিস্টকে বিনিয়োগ অনেক বেশি ঝুঁকিসাপেক্ষ। বিনিয়োগকারীরা এই ধরনের স্টক থেকে এড়িয়ে চলেন বেশিরভাগ সময়। তবে এমন কিছু কিছু স্টক (Penny Stock) আছে বাজারে যেগুলিতে মাল্টিব্যাগার রিটার্ন এসেছে। পকেট ভরেছে বিনিয়োগকারীদের। এমনই একটি স্টক হল গুজরাত টুলরুম (Multibagger Stock) যার দাম ১৫ টাকারও কম।


ন্যানো ক্যাপ কোম্পানির পেনিস্টক


এই সংস্থা মূলত মেডিকেল ডিস্পোজেবল ফার্মাসিউটিক্যাল ও ফুড অ্যান্ড বেভারেজের প্যাকেজিংয়ের সঙ্গে যুক্ত। শুধু ছাঁচ তৈরি করাই এই সংস্থার কাজ। পেনিস্টক বলেই নয়, এই সংস্থার বাজার মূলধনের দিক থেকেও একে ন্যানো ক্যাপ সংস্থার মধ্যে ধরা হয়। এখন এই সংস্থার একটি শেয়ারের দাম ১৪.৮৬ টাকা, ফলে এই জন্যেই একে একটি পেনিস্টক বলা হয়। সংস্থার বাজার মূলধন এখন ১৭৩.৩৬ কোটি টাকা যা ২০০ কোটি টাকারও নিচে। তাই এটি একটি ন্যানো ক্যাপ সংস্থা।


গতকাল আপার সার্কিটে ছিল শেয়ারের দাম


একদিন আগে অর্থাৎ বুধবার বাজারে এই গুজরাত টুলরুম সংস্থার শেয়ারে দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে। গতকাল এই শেয়ারে লেগেছে আপার সার্কিট। ৪.৯৪ শতাংশ বেড়েছে এই স্টকের দাম। ১৪.৮৬ টাকায় বন্ধ হয়েছে এই শেয়ার। গত ৩ মাসে এই সংস্থার স্টকে এটাই সর্বোচ্চ দাম। তবে এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৪৫.৯৫ টাকার থেকেও অনেক নিচে রয়েছে এই স্টকের দাম।


বিপুল লোকসান হয়েছে এই শেয়ারে


সাম্প্রতিক বেশ কয়েক মাসে এই সংস্থার শেয়ারে মুনাফা হয়নি। বিগত এক সপ্তাহে এই সংস্থার স্টকের দাম বেড়েছে ৩.১২ শতাংশ। এক মাসে বেড়েছে ১.৯১ শতাংশ এবং গত তিন মাসে এই সংস্থার স্টকের দাম ৩৪.৩৩ শতাংশ কমেছে। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত এই শেয়ারের দাম প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছে।


১০ বছরে ১১ হাজার শতাংশ রিটার্ন


দীর্ঘমেয়াদে এই স্টকটি বিনিয়োগকারীদের জন্য প্রভূত মুনাফা এনে দিয়েছে। গত এক বছরের হিসেবে দেখতে গেলে এই স্টকে বিনিয়োগকারীরা ৫০ শতাংশের বেশি মুনাফা করেছেন। যেখানে ২ বছরে এই স্টকের রিটার্ন এসেছে ১২৪০ শতাংশ, ৩ বছরের রিটার্ন ২১৫০ শতাংশ এবং ৫ বছরের রিটার্ন ৩৪৪০ শতাংশ। আর সবথেকে আশ্চর্যের হল এই স্টকের দাম বিগত ১০ বছরে ১১,৩৩০ শতাংশ বেড়েছে। ১৫০ কোটি টাকার একটি বড় অর্ডার পাওয়ার পর এখন এই সংস্থার স্টকের দাম ফের বাড়তে শুরু করেছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Stock Market Crash: বাজারে ফের পতন, বেসামাল ব্যাঙ্ক নিফটি- তবু এই ৩ স্টকে বাড়ছে দাম