Share Market: স্টকে বিনিয়োগের সময় মাথায় রাখতে হয়, কোম্পানির ব্যবসা কেমন, আগামীদিনে কত ভাল মুনাফা করার সম্ভাবনা আছে ইত্যাদি আর যদি এই নিরিখে স্টক ভাল হয়, সেক্ষেত্রে কোম্পানি ছোট হোক বা বড় বিনিয়োগ সময় দিলে ফল মিলবেই। প্রথম সারির কোম্পানিগুলির স্টকে নিশ্চিন্ত একটা রিটার্নের আশা থাকে ঠিকই, কিন্তু শেয়ার বাজারে এমন অনেক কম পরিচিত স্টক আছে যা বিপুল রিটার্ন এনে দেয় বিনিয়োগকারীকে। এমনই একটি পেনি স্টক (Multibagger Penny Stock) গত ৬ মাসে ১২০০ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীকে। কোন স্টক ? আছে আপনার পোর্টফোলিওতে ?
সংস্থার নাম রথী স্টিল অ্যান্ড পাওয়ার। বিগত ৬ মাসেই মাল্টিব্যাগার হয়ে উঠেছে এই স্টক। ৩.৩ টাকা থেকে বেড়ে এই স্টকের দাম এখন ৪১ টাকা।
গত সপ্তাহে কেমন ফলাফল ?
বিগত ১ সপ্তাহের মধ্যে এই স্মল-ক্যাপ স্টক প্রায় প্রতিদিনই আপার সার্কিটে ছিল। প্রায় ৮ শতাংশ রিটার্ন মিলেছে গত সপ্তাহে। শেষ এক মাসে ৩০.১৬ টাকার স্টক (Multibagger Penny Stock) বেড়ে হয়েছে ৪১.০৭ টাকা। বিনিয়োগকারীরা পেয়েছেন প্রায় ৩৫ শতাংশ রিটার্ন। আর বিগত ৬ মাসের হিসেব দেখলে স্টকের দাম ৩.৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪১.০৭ টাকা। রিটার্নের হার ১১৫০ শতাংশ, প্রায় ১২ গুণ।
১ লাখ বিনিয়োগে ১২.৫০ লাখ পেতেন
শেয়ারের দামের উত্থান লক্ষ করে হিসেব করলে রথী স্টিল অ্যান্ড পাওয়ারের স্টকে (Multibagger Penny Stock) ১ সপ্তাহ আগে যদি আপনি ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে রিটার্ন পেতেন ১.০৮ লাখ টাকা। ১ মাস আগে একই পরিমাণ টাকা বিনিয়োগ করলে আজকের দিনে আপনার হাতে পেতেন ১.৩৫ লাখ টাকা। আর ৬ মাসের হিসেব করলে দাঁড়াবে ১ লাখ টাকা ১২.৫০ লাখ এনে দিত আপনাকে। তবে ৬ মাস টানা এই শেয়ারে বিনিয়োগ ধরে রাখতে হত আপনাকে।
রথী স্টিল অ্যান্ড পাওয়ার
সম্প্রতি এই সংস্থা এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় জানিয়েছে, নন-প্রোমোটার বিনিয়োগকারীদের মধ্যে এই সংস্থা ৩ কোটি ৫৫ লক্ষ ৭০ হাজার ৫২২টি শেয়ার প্রেফারেন্সিয়াল বেসিসে বণ্টন করবে, যার প্রতিটির ফেস ভ্যালু ১০ টাকা।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)