সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ব্যারাকপুরে সুকান্ত মজুমদারের (Barrackpore BJP Rally Chaos) নেতৃত্বে সিপি অফিস অভিযানে তুলকালাম। ব্যারিকেড পেরিয়ে ঢুকলেন বিজেপি কর্মীরা। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। পাল্টা জলকামান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। বিটি রোডে যান চলাচল স্তব্ধ বেশ কিছুক্ষণ। পুলিশের উপর হামলার অভিযোগে আটক করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে।

  
 
পরিস্থিতি যা...
ব্যারাকপুরের বিটি রোডে, পুলিশ কমিশনারের দফতরের সামনে লম্বা বাঁশের ব্যারিকেড করা হয়েছিল। সেই ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। মিছিলে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যে দড়ি দিয়ে বাঁশের ব্যারিকেড বাধা হয়েছিল, সেই দড়ি খোলারও চেষ্টা করতে দেখা যায় বিজেপি কর্মীদের। পুলিশের পক্ষ থেকে বার বার মাইকে বলা হয়, মিছিলকারীরা যেন আইন না ভাঙেন। ব্যারাকপুর কমিশনারেট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির 'অবনতি'-রপ্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে একরকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ওঠে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। পাল্টা জলকামান ও লাঠিচার্জও হয়েছে বলে খবর। এদিন ব্য়ারাকপুরের লালকুঠি থেকে ঘোষপাড়া রোড ধরে মিছিল যখন চিড়িয়ামোড়-বিটি রোডের সংযোগস্থলে সে পৌঁছয়, তখনই তুলকালাম শুরু হয়ে যায়।  সকাল থেকে পুলিশের তরফে প্রস্তুতি নেওয়া হয়েছিল, যাতে বিজেপির মিছিল ব্যারিকেড না ভাঙতে পারে। কিন্তু সেই মিছিল ঘিরে যে ভাবে এলাকা তপ্ত হয়ে উঠবে, তা বোধহয় কল্পনাও করা যায়নি। 
পরে বিজেপি মহিলা মোর্চার তরফে অভিযোগ করা হয়, পুরুষ পুলিশ আধিকারিকরা তাদের উপর 'অত্যাচার' করেছেন। 


সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া...
গোটা ঘটনার উপর রাজ্য বিজেপি সভাপতি বলেন, 'মহিলা কমিশনে জানাব। মহিলাদের উপর অত্যাচার হয়েছে। ' তাঁর আরও অভিযোগ, পুরুষ পুলিশ আধিকারিক লাঠিচার্জ করে মহিলাদের পা ভেঙে দিয়েছে। 'লাঠিচার্জ কখনও মাথায় করে?', পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে মাথা ফাটানোর অভিযোগ এনে সরব সুকান্ত মজুমদার। তাঁর আরও দাবি, পুলিশ প্রথম থেকেই অশান্তির চেষ্টা করেছে। এদিনের অশান্তিতে একাধিক বিজেপি কর্মী জখম বলে জানা যায়। কিন্তু বিজেপি কর্মীরা যে ব্যারিকেড ভেঙে পাথর ছুড়লেন? সুকান্তর বক্তব্য, তাঁরা ব্যারিকেড ভেঙে পুলিশের কাছে প্রতিবেদন জমা দিতে এসেছিলেন। কিন্তু পাথর ছোড়ার অভিযোগ মানতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি।  


 


আরও পড়ুন:'৯ হাজার টাকার কোর্স করলেই ব্যাঙ্কে চাকরি..', ! প্রতারণাকাণ্ডে পুলিশের জালে