Penny Stock: আজ থেকে ৪ বছর আগে এই সংস্থার স্টকের দাম ছিল ১.৯১ টাকা, অর্থাৎ ২ টাকারও কম দাম ছিল এই স্টকের। পেনিস্টকের (Multibagger Penny Stock) পর্যায়েই ছিল এই স্টক। আর সেখান থেকে ৪ বছর পেরিয়ে আজকের দিনে দাঁড়িয়ে সেই স্টকের দাম হয়েছে ৫৯ টাকা। অর্থাৎ চার বছরে ৩ হাজার শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার স্টক (Stock Market)। প্রতি বছরেই মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই স্টক। সংস্থার নাম কী ? কেনা ছিল এই স্টক ?


সংস্থার নাম ওয়ান পয়েন্ট ওয়ান সলিউশন। দালাল স্ট্রিটে ঝড় তুলেছে যেন এই স্টকে। ২০২০ সালের শেষে এই স্টকে (Multibagger Penny Stock) রিটার্ন দিয়েছে ১৮ শতাংশ, ২০২১ সালে মুনাফা এসেছে ৩৩০ শতাংশ, ২০২২ সালে রিটার্ন এসেছে ৪৫ শতাংশ এবং ২০২৩ সালে এই স্টক থেকে বিনিয়োগকারীরা ২১৯ শতাংশ রিটার্ন পেয়েছেন। এই বছরেও জানুয়ারি মাস থেকে ধরলে এর মধ্যেই এই স্টকের দাম ১৮ শতাংশ বেড়ে গিয়েছে। ঊর্ধ্বমুখী দাম যেন আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। আর এই বছর ধরলে এই নিয়ে ৫ বছর একটানা ইতিবাচক রিটার্ন দিয়ে চলেছে এই স্টক। এই বছর ওয়ান পয়েন্ট ওয়ান সলিউশনের স্টকের দাম ৭৭.৫০ টাকার সর্বকালীন উচ্চতার স্তর ছুঁয়ে ফেলেছিল।


২০২৪-২৫ অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই সংস্থার (Multibagger Penny Stock) মোট রেভিনিউ এসেছে ৬২.৪৮ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবর্ষের একই ত্রৈমাসিকে এই সংস্থার রেভিনিউ ছিল ৩৯.৮৮ কোটি টাকা। অর্থাৎ সংস্থার রেভিনিউ বেড়েছে এক লাফে ৫৬.৬৮ শতাংশ। সংস্থার EBITDA-ও ২৫.২২ শতাংশ বেড়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: IPO Alert: বিনিয়োগকারীদের নজরে এই IPO, লিস্টিংয়ের দিনেই ৫০ শতাংশ মুনাফার ইঙ্গিত