Recruitment News: কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয় সমিতির অধীনস্থ বিদ্যালয়গুলিতে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে।  সারা দেশ জুড়ে বিভিন্ন শাখায় বিপুল নিয়োগ (NVS Recruitment 2024) হবে। মূলত গ্রুপ বি ও গ্রুপ সি পদে হবে এই নিয়োগ। স্টাফ নার্স, অ্যাকাউন্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ ইত্যাদি পদে কাজ করতে চাইলে দেখে নিন কীভাবে আবেদন করবেন, কতদিন চলবে এই আবেদন প্রক্রিয়া।


শূন্যপদ


মোট ১৩৭৭টি পদে নিয়োগ হবে কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে (NVS Recruitment 2024)। স্টাফ নার্স, অডিট অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, মেস হেল্পার, মাল্টি টাস্কিং স্টাফ ইত্যাদি পদে নিয়োগ হবে। দেখে নিন বিশদে কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে।


মহিলা স্টাফ নার্স- ১২১


অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার – ৫


অডিট অ্যাসিস্ট্যান্ট – ১২


জুনিয়র ট্রান্সলেশন অফিসার- ৪


লিগাল অ্যাসিস্ট্যান্ট – ১


স্টেনোগ্রাফার- ২৩


কম্পিউটার অপারেটর – ২


ক্যাটারিং সুপারভাইজর- ৭৮


জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (HQ / RO ক্যাডার)- ২১


জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JNV ক্যাডার) – ৩৬০


ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার- ১২৮


ল্যাব অ্যাটেনডেন্ট- ১৬১


মেস হেল্পার- ৪৪২


মাল্টি টাস্কিং স্টাফ – ১৯


 


বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা


এই কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে (NVS Recruitment 2024) বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সসীমা উল্লিখিত আছে। মহিলা নার্স পদের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। অডিট অ্যাসিস্ট্যান্ট পদে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে, বি-কম ডিগ্রি পাশ করতে হবে। লিগাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে, বয়স হতে হবে ২৩-৩৫ বছরের মধ্যে। কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চাইলে আগ্রহী প্রার্থীর বিসিএ বা বিএসসি কিংবা বিই/বিটেক ডিগ্রি থাকতে হবে। মাত্র দশম শ্রেণি উত্তীর্ণ হলেই মাল্টি টাস্কিং পদের জন্য আবেদন করা যাবে কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং তাঁর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।


আবেদনের ফি


কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে (NVS Recruitment 2024) আবেদনের জন্য অসংরক্ষিত, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের দিতে হবে ১৫০০ টাকা যার মধ্যে ১০০০ টাকা শুধু মহিলা স্টাফ নার্স পদের জন্য এবং অন্যান্য সমস্ত পদের জন্য ৫০০ টাকা। তবে কেউ চাইলে শুধু মহিলা স্টাফ নার্স কিংবা অন্য পদের জন্য আলাদাভাবে আবেদন করতে পারেন। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য আবেদন ফি ৫০০ টাকা (মহিলা স্টাফ নার্সের জন্য) এবং অন্যান্য পদের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


মূলত চারটি ধাপে নির্বাচন হবে কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর স্কিল টেস্ট এবং তারপর একে একে নথি যাচাই ও মেডিকেল টেস্টের মধ্যে দিয়ে প্রার্থী নির্বাচন সম্পূর্ণ হবে।


এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিন।


আরও পড়ুন: Raster Master: লড়াই লিঙ্গ-বৈষম্যের বিরুদ্ধে, 'হাতিয়ার' নারী শিক্ষার প্রসার; আজ ১০ হাজারের 'ত্রাতা' 'রাস্তার মাস্টার'


Education Loan Information:

Calculate Education Loan EMI