Share Market: মাল্টিব্যাগার শেয়ার অর্থাৎ যে শেয়ারগুলি কয়েক বছরের মধ্যেই কয়েক গুণ রিটার্ন এনে দেয়। কত গুণ ? ১০ গুণ, ১০০ গুণ, ১০০০ গুণ ? কিন্তু ভাবতে পারেন মাত্র ১০ বছরের মধ্যে একটি লজিস্টিকস কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের এনে দিয়েছে ৩০০০ শতাংশ রিটার্ন ! এই ধরনের মাল্টিব্যাগার স্টক খুঁজতেই চান বিনিয়োগকারীরা। আর এমনই প্রভূত রিটার্নের সুযোগ করে দিয়েছে লজিস্টিক সংস্থা Aegis Logistics-এর শেয়ারে। আপনার পোর্টফোলিওতে আছে ?
কোন সংস্থার শেয়ার
১০ বছর আগে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করলে ১০ হাজার টাকা আজকের দিনে হয়ে যেত ৩ লাখ টাকা। Aegis Logistics সংস্থা মূলত তেল, গ্যাস ও রাসায়নিক সেক্টরেই ব্যবসা মূলত এই স্টকের। লজিস্টিক সেক্টরে বেসরকারি যে সমস্ত সংস্থা আছে তাঁদের মধ্যে এই সংস্থা শীর্ষে আছে দেশের। এলপিজি গ্যাস আমদানি করে এই সংস্থা। ভারতের যে সমস্ত প্রধান প্রধান বন্দর রয়েছে সেখানে গ্যাস টার্মিনালের কাজ এই সংস্থার দায়িত্বে।
শেয়ারের দামে ওঠানামা
২০২৪ সালে এই শেয়ারের দাম বেড়েছে ২৬.১৩ শতাংশ এবং দুই বছরের নিরিখে শেয়ারটিতে রিটার্নের পরিমাণ ছিল ১২৫.৭৬ শতাংশ এবং ৫ বছরের পরিসংখ্যান দেখলে দেখা যাবে এই শেয়ারে ১২৪.৭৯ শতাংশ রিটার্ন দিয়েছে। Aegis Logistics-এর শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ৪৭১.৯০ টাকা এবং সর্বনিম্ন দাম ২৮০ টাকা। সোমবার আজ সপ্তাহের শুরুতেই এই শেয়ারের দাম ৩.২৫ শতাংশ পড়েছে। অর্থাৎ এই শেয়ারে ২ বছর আগে ১ লাখ টাকা বিনিয়োগ করলে আজকের দিনে দাঁড়িয়ে রিটার্ন পেতেন ১২৬ লাখ টাকার কাছাকাছি।
সংস্থার ব্যবসা
২০২৩-২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের ত্রৈমাসিকে সংস্থার মুনাফা গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ৭ শতাংশ বেড়েছে। এখন সংস্থার মুনাফা ডিসেম্বর ত্রৈমাসিকে ১৫২ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )