Share Market: এই সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর। পরপর বেশ কিছু মুনাফার সুযোগ আছে শেয়ার বাজারে। কিছু আইপিও আসছে বাজারে, তাঁর সঙ্গে বেশ কিছু শেয়ারে ডিভিডেন্ডও মিলবে। এই সপ্তাহেই সেই শেয়ারগুলির এক্স-ডিভিডেন্ড ডেট (Dividend Stocks) নির্ধারিত হয়েছে। বাইব্যাক ও বোনাসের সুযোগও থাকছে কিছু শেয়ারে। দেখে নিন কোন দিন কোন শেয়ারে ডিভিডেন্ড মিলবে ?


ডিভিডেন্ড ঘোষণা কোন সংস্থার


২৬ ফেব্রুয়ারি সপ্তাহের শুরুতেই ফিনোটেক্স কেমিক্যালের শেয়ারে ১.২ টাকা করে অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এদিন আরও কিছু শেয়ারে (Dividend Stocks) এক্স-ডিভিডেন্ড ডেট রয়েছে। এদের মধ্যে উল্লেখ্য গেটওয়ে ডিস্ট্রিপার্কস লিমিটেড, ন্যাটকো ফার্মা, সুপ্রজিত ইঞ্জিনিয়ারিং, ভাইব্রেন্ট গ্লোবাল ক্যাপিটালের শেয়ারের এক্স-ডিভিডেন্ড রয়েছে আজই। যথাক্রমে ০.৭৫ টাকা, ১.১ টাকা এবং ১.২৫ টাকা শেয়ার পিছু ডিভিডেন্ড ঘোষণা করেছে।


কোন শেয়ারে কত ডিভিডেন্ড


PSU কোম্পানি NMDC-র শেয়ার আপনার পোর্টফোলিওতে থাকলে ২৭ ফেব্রুয়ারি এর ডিভিডেন্ড পাবেন, ৫.৭৫ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড ঘোষণা করেছে এই সংস্থা। এখানেই শেষ নয়, পুরো সপ্তাহ জুড়েই পরপর ডিভিডেন্ড ঘোষণার দিন আছে। সাউথ ওয়েস্ট পিনাকল এক্সপ্লোরেশনের প্রতি শেয়ার পিছু ০.২৫ টাকার অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়া যাবে ২৮ ফেব্রুয়ারি। এরপর ২৯ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বিড়লা প্রিসিশন টেকনোলজি, জুপিটার ওয়াগনের শেয়ারে (Dividend Stocks) এক্স ডিভিডেন্ড ডেট রয়েছে। এই দুটি সংস্থা শেয়ার পিছু ০.০৫ টাকা এবং ০.৩০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে।


বোনাস শেয়ার কোন সংস্থার


DRC Systems India Limited এবং Fiem Industries এই দুটি সংস্থা বিনামূল্যে শেয়ার দিচ্ছে শেয়ারহোল্ডারদের। অর্থাৎ সংস্থার পক্ষ থেকে বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে। ২:১ অনুপাতে বোনাস শেয়ার পাবেন তাঁরা। অর্থাৎ দুটি শেয়ার থাকলে ১টি শেয়ার অতিরিক্ত পাবেন শেয়ারহোল্ডাররা।


এই সপ্তাহেই আইপিও আসছে, লিস্টিং হবে শেয়ারেরও


আজ সোমবার ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ২ মার্চের মধ্যে মোট ৬টি নতুন আইপিও আসতে চলেছে এই সপ্তাহে আর ৫টি শেয়ারের লিস্টিং হতে চলেছে। সংস্থাগুলি (Dividend Stocks) বাজার থেকে ৩০০০ কোটি টাকা তোলার জন্য আইপিও আনছে বলে জানা গিয়েছে। এই সপ্তাহে মেনবোর্ডে থাকছে প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রিজ, এক্সিকম টেলি সিস্টেম, ভারত হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার এই তিনটে আইপিও থাকছে। জুনিপার হোটেলস, জিপিটি হেলথকেয়ার, ডীম রোল টেক, জেনিথ ড্রাগস, সদাভ শিপিং ইত্যাদি সংস্থাগুলির শেয়ারের লিস্টিংও হবে এই সপ্তাহে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Upcoming IPO: বাজার থেকে ৩০০০ কোটি টাকা তুলবে এই সংস্থাগুলি, আসছে আইপিও- বিনিয়োগ করবেন ?