Stock Market: ভারতের শেয়ার বাজারে এমন অনেক স্টক রয়েছে যেগুলি খুব কম সময়ের মধ্যেই বিপুল রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। এগুলির মধ্যে বেশিরভাগই হল স্মলক্যাপ স্টক (Small Cap Stock)। এমনই একটি স্টকে ২০২৪ সালের শুরু থেকে এখনও পর্যন্ত এসেছে ২ হাজার শতাংশ রিটার্ন, আর বিগত ১ বছরের হিসেবে স্টকের দাম (Multibagger Stock) বেড়েছে ৩৩০০ শতাংশ। এবার এই সংস্থার পক্ষ থেকে বোনাস শেয়ার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। সংস্থার নাম আয়ুষ ওয়েলনেস (Ayush Wellness)। সম্প্রতি এই সংস্থা ১:২ অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার কথা জানিয়েছে।
এই আয়ুষ ওয়েলনেস মূলত ডোমেস্টিক স্মার্ট নিউট্রিয়েন্ট প্রস্তুতকারক একটি সংস্থা, যারা এবারে তাদের মোট ১ কোটি ৬২ লক্ষ ২৫ হাজার ইকুইটি শেয়ারহোল্ডারদের জন্য ১:২ অনুপাতে বোনাস শেয়ারের ঘোষণা করেছে। অর্থাৎ এই সংস্থার দুটি ইকুইটি শেয়ার থাকলে সেই শেয়ারহোল্ডার পাবেন একটি অতিরিক্ত শেয়ার। এর জন্য সংস্থা নির্ধারিত রেকর্ড ডেটের আগে শেয়ারহোল্ডারদের কাছে এই সংস্থার শেয়ার থাকতে হবে।
আয়ুষ ওয়েলনেসের স্টকের দাম আইপিও আনার সময় ছিল ১১২.৮০ টাকা, এটাই ছিল এই সংস্থার আইপিওর আপার প্রাইসব্যান্ড। আর এই দামেই বাজারে তালিকাভুক্ত হয় এই স্টক। দেখা গিয়েছে এই বছর অর্থাৎ ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ২ হাজার শতাংশ বেড়েছে এই স্টকের দাম আর বিগত ১ বছরে ৩৩০০ শতাংশ বেড়েছে এই স্টকের দাম। এছাড়া বাজার থেকে আরও ৫০ কোটি টাকা সংগ্রহের কথা জানিয়েছে৩ আয়ুষ ওয়েলনেস।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আয়ুষ ওয়েলনেস সংস্থার মোট আয় ইয়ার অন ইয়ার বেসিসে হয়েছে ৬৩০০ শতাংশ, আর সংস্থার মুনাফা ইয়ার অন ইয়ার বেসিসে ১৮৩.৫৬ শতাংশে। আয়ুষ ওয়েলনেস সংস্থার মোট রাজস্ব ২০২৩ সালের জুন মাসে ছিল ১৭.৩৫ লক্ষ আর এবারে ২০২৪-২৫ অর্থবর্ষে এই সংস্থার মোট রাজস্ব আসে ১১১০.৫৬ লক্ষ টাকা। গত বছর যেখানে এই সংস্থার মোট মুনাফা ছিল ৮.৯৮ লক্ষ টাকা, সেখানে এই বছর মুনাফা হয়েছে ২৫.৪৯ লক্ষ টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: KYC Rule: বদলে গেল KYC-র নিয়ম, কোন অ্যাকাউন্টে কত বছর অন্তর KYC আপডেট করাতে হবে ? জানাল RBI